ক্রীড়া প্রতিবেদক: সিজেকেএস-ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা ৬ষ্ঠ জয় নিয়ে এগিয়ে চলেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)।
আজ শনিবার (৩০ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে লিগে গুরুত্বপূর্ন ৬ষ্ঠ ম্যাচে রাইজিং স্টার ক্লাবকে ৭ রানে পরাজিত করে মুক্তিযোদ্ধা। এই জয়ে লিগ শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী লিমিটেড এর সাথে সমান সংখ্যক ১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষস্থানে অবস্থান করছে তারা। অন্যদিকে রাইজিং স্টার ক্লাবের সংগ্রহ ৬ ম্যাচে ৪ জয় ২ পরাজয়ে ১২ পয়েন্ট।
ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান সংগ্রহ করে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। দলের পক্ষে মাহাইমিনূল খান অপরাজিত সর্ব্বোচ ৮০ ও ইমরুল করিম ৩৩ রান করেন। ২০৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্লাব জয়ের লক্ষ্যে সমান তালে এগিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারেনি। ৪৯.১ ওভারে ২০০ রানে আল আউট হয়ে যায় তারা। ফলে ম্যাচে ৭ রানে জয় পায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)।
মাঠে বল হাতে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এর মোঃ মনিরুজ্জামান ৩, মুরসালিন মুরাদ ও জাকারিয়া মাসুদ ২টি এবং রাইজিং স্টার ক্লাবের আসাদুর রহমান, মাহাফুজুর শুভ ও মোঃ জাহিদ উল্ল্যা ২ টি করে উইকেট লাভ করেন।