ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগে বন্দরের জয়রত থামিয়ে দিল পাইরেটস
মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক : সিজেকেএস- ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট লীগে বন্দর ক্রীড়া সমিতির টানা জয়রত থামিয়ে দিয়েছে পাইরেটস অব চিটাগাং। আজ শুক্রবার (২৯ মার্চ)নগরের এম এ আজিজ স্টেডিয়ামে লিগের ৬ষ্ঠ রাউন্ডের ম্যাচে পাইরেটস ১১ রানে বন্দরকে পরাজিত করে। এর ফলে বন্দর ক্রীড়া সমিতি টানা ৫ ম্যাচ জয়ের পর ৬ষ্ঠ ম্যাচে ১ম পরাজিত হয়েছে। পক্ষান্তরে পাইরেটস অব চিটাগাং নিজেদের ৬ ম্যাচের ৩ টিতে জয় পেয়েছে। এই পরাজয়ের ফলে লিগ শিরোপা লড়াইয়ে আবাহনী, মুক্তিযোদ্ধার সাথে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা বন্দর ক্রীড়া সমিতি কিছুটা পিছিয়ে গেল।
সকালে টসে জিতে পাইরেটস অব চিটাগাং প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদাম হোসেন সর্ব্বোচ ৫৩, ওমর হাসান ৫০ ও শাহাদাৎ ৩২ রান করেন।
জয়ের জন্য ২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে লিগে ৫ ম্যাচ জয়ী বন্দর শেষ দিকে জয়ের আশা জাগিয়ে পাইরেটসের বোলার সাজিদ আবদুল্লাহর নৈপুণ্যে নিয়মিত উইকেটে হারিয়ে ৪৯.৩ বলে ২১৬ রানে অলআউট হয়ে গেলে ম্যাচে ১১ রানে জয় পায় পাইরেটস অব চিটাগাং। বন্দরের পক্ষে তন্ময় পাটোয়ারী ৩৫ ও হাবিবুল্লাহ নিশাদ ৩২ রান করেন।
ম্যাচে বল হাতে ৩৬ রানে ৪ উইকেট নিয়ে সেরা নৈপুণ্যে দেখান পাইরেটস অব চিটাগাং এর সাজিদ আবদুল্লাহ। বন্দরের তন্ময় পাটোয়ারী নেন ৩ উইকেট।