বিনোদন ডেস্ক: বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন বছরে। সিনেমাপ্রেমীদের জন্য নতুন সিনেমা মুক্তির খবর বরাবরই আনন্দের। তার চেয়েও বেশি আনন্দের পছন্দের তারকাকে বড় পর্দায় দেখতে পাওয়া। দীর্ঘ বিরতির পরে ভক্তরা এ বছর শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, হৃতিক রোশন ও প্রভাসকে বড় পর্দায় দেখতে পাবেন।
দেখে নেয়া যাক কে কি চমক নিয়ে আসছেন-
শাহরুখ খান
কিংখান খ্যাত শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’ মুক্তি পায় ২০১৮ সালে। এরপর রূপালি পর্দায় দীর্ঘদিন দেখা যায়নি অভিনেতাকে। ভক্তরা অধীর আগ্রহে দিন গুনছেন তাকে বড় পর্দায় দেখার জন্য। অভিনেতা এ বছর ‘পাঠান’ দিয়ে সবাইকে মুগ্ধ করবেন। সিনেমাটি গান্ধী জয়ন্তীর সময় মুক্তি পেতে পারে। এছাড়াও সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে।
আমির খান
২০১৮ সালে ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায় এ অভিনেতাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গিয়েছিল। ৮ নভেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে তেমন সফল হয়নি। এরপর অভিনেতা ‘লাল সিং চাড্ডা’ সিনেমার কাজ শুরু করেন। টম হ্যাঙ্কস-অভিনীত ফরেস্ট গাম্পের অফিসিয়াল রিমেক এটি। সিনেমাটি এ বছরের ১৪ এপ্রিল মুক্তির কথা রয়েছে। এ সিনেমার মধ্য দিয়ে তিন বছরেরও বেশি সময় পরে মি. পারফেকশনিস্টকে আবার বড় পর্দায় দেখতে পাবে তার ভক্তরা। অভিনেত্রী হিসেবে সঙ্গে রয়েছেন কারিনা কাপুর।
হৃতিক রোশান
২০১৯ সালে ‘সুপার থার্টি’ ও ‘ওয়ার’ সিনেমা মুক্তির পর হৃতিক ভক্তরা দীর্ঘদিন তাকে বড় পর্দায় মিস করেছেন। অপেক্ষার অবসান শেষ হতে চলেছে। তামিল অ্যাকশন থ্রিলার ‘বিক্রম ভেধা’র হিন্দি রিমেক দিয়ে ভক্তদের সামনে হাজির হতে চলেছেন অভিনেতা। সঙ্গে থাকবেন সাইফ আলী খান। সিনেমাটি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।
প্রভাস
‘বাহুবলী’খ্যাত তামিল অভিনেতা প্রভাস। দীর্ঘ সময় অভিনেতাকে দেখা যাচ্ছে না বড় পর্দায়। ভক্তদের জন্য এটি বেদনাদায়ক। ২০১৯ সালে ‘সাহো’ সিনেমায় তাকে সর্বশেষ দেখা গেছে। ‘রাঁধে শ্যাম’ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ সময় পর ভক্তদের সামনে হাজির হয়েছেন ডার্লিং প্রভাস। সিনেমায় পূজা হেগড়েও অভিনয় করেছেন।
রণবীর কাপুর
আরেকজন তারকা যিনি দীর্ঘ সময় ধরে বড় পর্দা থেকে দূরে আছেন। তিনি রণবীর কাপুর। সঞ্জয় দত্তের উপর নির্মিত বায়োপিক ‘সঞ্জু’ মুক্তি পায় ২০১৮ সালে। সুপারহিট সেই ছবির পর আর তাকে পর্দায় দেখা যায়নি। এ বছর ডাবল ধামাকা দিয়ে ফিরছেন বলিউডের ‘চকলেট বয়’খ্যাত এ অভিনেতা। ‘শামশেরা’ এবং বহুল প্রতীক্ষীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে অভিনেতাকে। ‘শামশেরা’ ১৮ মার্চ ও ‘ব্রহ্মাস্ত্র’ ৯ সেপ্টেম্বর মুক্তির কথা রয়েছে।