নিজস্ব প্রতিবেদক: বান্দরবান কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এই নিয়ে রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করতে গেলে পুলিশী বাধায় পড়ে নেতাকর্মীরা। জানা গেছে, গত রবিবার বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর হওয়ায় বান্দরবান কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি গঠনের লক্ষে টিপু দাস কে আহবায়ক ও আরমান হোসেন কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। কিন্তু এই আহ্বায়ক কমিটি নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। যার কারণে প্রতিবাদ মিছিল বের করতে চেয়েছিল নেতাকর্মীরা।

এবিষয়ে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান বলেন- কোন রকম নোটিশ ছাড়া ফেসবুকের মাধ্যমে কমিটি বিলুপ্ত করা এটা গঠনতন্ত্র বিরোধী কাজ। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুহৃৎ বড়ুয়া বলেন- আমাদের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন এখনো দেয়া হয়নি আর কমিটি বিলুপ্ত করে দেয়া হয়েছে এটা খুবই অযৌক্তিক।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন- শহরের গুরুত্বপূর্ণ কলেজে ছাত্রলীগের কার্যক্রম সন্তোষজনক নয়। তাদেরকে অনেকবার দলীয় মিটিংয়ে বলা হলেও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে পারেনি। তাই সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তাছাড়া আমরা জেলা আওয়ামী লীগের ফোরামে বলেছি জেলার সম্মেলন করব তাই আমরা সব কমিটি নতুন করে সাজাবো তারই ধারাবাহিকতায় এ কমিটি বিলুপ্ত করা হয়েছে পর্যায়ক্রমে সব গুলো করা হবে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল বলেন, “কলেজ ছাত্রলীগের কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক টিপু দাস এবং আরমানকে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

পুরনো কমিটি দু’বছরে একটা অনুষ্ঠান করতে পারেনি। তাই তাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়নি। সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হচ্ছে। খুব শীঘ্রই জেলা ছাত্রলীগেরও সম্মেলন দেয়া হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর অরুন সারকি টাউন হলে সম্মেলনের মাধ্যমে কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পায় সুহৃৎ বড়ুয়া ও সাধারন সম্পাদকের দায়িত্ব পান ইমরান খান।

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। এই নিয়ে রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রতিবাদ মিছিল করতে গেলে পুলিশী বাধায় পড়ে নেতাকর্মীরা। জানা গেছে, গত রবিবার বান্দরবান সরকারী কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

জেলা ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর হওয়ায় বান্দরবান কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি গঠনের লক্ষে টিপু দাস কে আহবায়ক ও আরমান হোসেন কে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করে। কিন্তু এই আহ্বায়ক কমিটি নিয়ে ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। যার কারণে প্রতিবাদ মিছিল বের করতে চেয়েছিল নেতাকর্মীরা।

এবিষয়ে কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান বলেন- কোন রকম নোটিশ ছাড়া ফেসবুকের মাধ্যমে কমিটি বিলুপ্ত করা এটা গঠনতন্ত্র বিরোধী কাজ। কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুহৃৎ বড়ুয়া বলেন- আমাদের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন এখনো দেয়া হয়নি আর কমিটি বিলুপ্ত করে দেয়া হয়েছে এটা খুবই অযৌক্তিক।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ বলেন- শহরের গুরুত্বপূর্ণ কলেজে ছাত্রলীগের কার্যক্রম সন্তোষজনক নয়। তাদেরকে অনেকবার দলীয় মিটিংয়ে বলা হলেও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে পারেনি। তাই সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।

তাছাড়া আমরা জেলা আওয়ামী লীগের ফোরামে বলেছি জেলার সম্মেলন করব তাই আমরা সব কমিটি নতুন করে সাজাবো তারই ধারাবাহিকতায় এ কমিটি বিলুপ্ত করা হয়েছে পর্যায়ক্রমে সব গুলো করা হবে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশীল বলেন, “কলেজ ছাত্রলীগের কর্মকাণ্ড সন্তোষজনক না হওয়ায় পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক টিপু দাস এবং আরমানকে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

পুরনো কমিটি দু’বছরে একটা অনুষ্ঠান করতে পারেনি। তাই তাদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়নি। সংগঠনকে শক্তিশালী করতে ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করা হচ্ছে। খুব শীঘ্রই জেলা ছাত্রলীগেরও সম্মেলন দেয়া হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর অরুন সারকি টাউন হলে সম্মেলনের মাধ্যমে কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পায় সুহৃৎ বড়ুয়া ও সাধারন সম্পাদকের দায়িত্ব পান ইমরান খান।