নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল ৪৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ রবিবার (০৯ জানুয়ারী) রাত পৌনে ২টায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ  মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর খেয়াঘাটপাড়া গ্রামস্থ মোঃ আতিয়ার রহমান এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ তিন জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসমীরা হলেন, মোঃ শাহ আলম (৪০), মোঃ আরজু প্রকাশ ইমরান (১৯) ও মোঃ আক্তারুল ইসলাম (২৭)। তাদের বাড়ী যশোর জেলার বিভিন্ন থানায়।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
নিজস্ব প্রতিবেদক: বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল ৪৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ রবিবার (০৯ জানুয়ারী) রাত পৌনে ২টায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ  মোঃ মামুন খান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মাসুম বিল্লাহ এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর খেয়াঘাটপাড়া গ্রামস্থ মোঃ আতিয়ার রহমান এর বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪৪৭ বোতল ফেনসিডিল সহ তিন জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসমীরা হলেন, মোঃ শাহ আলম (৪০), মোঃ আরজু প্রকাশ ইমরান (১৯) ও মোঃ আক্তারুল ইসলাম (২৭)। তাদের বাড়ী যশোর জেলার বিভিন্ন থানায়।
এসংক্রান্তে বেনাপোল পোর্ট থানা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।