নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (০৯ জানুয়ারী) বেলা ১২টায় নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মোছাঃ ইশা(১৩) কে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে তার দুই-পা ভেঙ্গে সে গুরুতর আহত হয়। আহত ছাত্রীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গ্রহন করেছে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হলি হেলথ কেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়।
পরবর্তীতে সিএমপির বায়েজিদ বোস্তামি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করতে সক্ষম হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, সড়ক নিরাপত্তা বিষয়ে সকলের সচেতনতা বৃদ্ধি, এবং সড়ক পরিবহন আইন যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে , টেকসই, নিরাপদ, সুশৃঙ্খল, পরিবেশ বান্ধব আধুনিক সড়ক পরিবহন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর ।
Post Views: 469