নিজস্ব প্রতিবেদক: মো. মজিবর রহমান। একটি নাম থেকে মহিরুহ প্রতিষ্ঠানে পরিণত। সফল শিল্পায়নের কারিগর, কর্মসংস্থান ও দেশীয় অর্থনীতির মজবুত ভিত গড়তে তিনি নিজেই ইতিহাস, শ্রমিক ও আপসহীন গুণগতমানের পণ্য উৎপাদনের ইতিহাসের জনক। ইতিহাস ঐতিহ্যের তীর্থভূমি কুষ্টিয়ার আলোময় বাতিঘর, বিশ্বের বুকে নিজের জেলা তথা দেশকে গৌরবময় করার মহানায়ক তিনি। বিআরবি গ্রুপের চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধেয় দেশবরেণ্য এই শিল্পপতি অসুস্থ্য হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নির্মোহ, সাধারণ জীবন-যাপনে তিনি আমাদের শ্রদ্ধা-ভালোবাসার প্রতীক। সৌহার্যে ও ভ্রাতৃত্বপ্রতীম হাসিমুখের প্রিয় মানুষটির জন্য মহান আল্লাহর দরবারে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সুহৃদ সকলকে বিনীত অনুরোধ করছি, মানুষের কল্যাণে নিবেদিত এই কর্মবীর যেন আবারও আমাদের মাঝে উজ্জ্বলতা ছড়াতে পারেন, সকলে নিজ নিজ স্রষ্টার কাছে সে প্রার্থনা করুন।
ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটনসহ প্রেসক্লাবের সকল সাংবাদিক বিআরবি গ্রুপের চেয়ারম্যান মজিবর রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।