নিজস্ব প্রতিবেদক: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ (CSBIB)-এর উদ্যোগে ৬ মাস মেয়াদী ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) শীর্ষক কোর্সের ৫ম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার (০৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কাকরাইলস্থ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল মোঃ আবদুল্লাহ শরীফ, CIPA, CSAA- এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. মোঃ মাহবুব-উল-আলম।
বিশেষ অতিথি ছিলেন- বোর্ডের নির্বাহী কমিটির সদস্য এবং সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (BIBM)-এর প্রফেসর (সিলেকশন গ্রেড) ড. শাহ্ মোঃ আহসান হাবীব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের মহাব্যবস্থাপক ড. মোহাম্মদ আমির হুসেইন এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক ড. গোলজারে নবী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোর্ডের ইনচার্জ (ADMIN) সৈয়দ সাখাওয়াতুল ইসলাম।
প্রধান অতিথি ড. মোঃ মাহবুব-উল-আলম তাঁর বক্তব্যে বলেন, প্রতিনিয়ত প্রসারমান ইসলামী ব্যাংকিং শিল্প পরিচালনার জন্য দক্ষ জনশক্তির বিকল্প নেই। এ লক্ষ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF)-এর ন্যায় প্রশিক্ষণধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরো বলেন- ইসলামী ব্যাংকিংয়ে সঠিকভাবে শরীয়াহ পরিপালন করা হলে ব্যাংকের ডিপোজিট সংগ্রহের জন্য অন্যের কাছে ধর্না দিতে হবেনা। বরং আপনা থেকেই ডিপোজিট এর লক্ষ্য মাত্রা পূরণ হয়ে যাবে। এটা প্রমাণিত সত্য। শরীয়াহ ব্যাংকিং হল একটি সুদৃঢ় ধারার উপর প্রতিষ্ঠিত স্থিতিশীল ব্যাংকিং ব্যবস্থা। এটি আমাদের জন্য গর্ব করার মত একটি ইহ-পারলৌকিক সুখের ঠিকানা। সুতরাং এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আহরণ করে সে মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য জনশক্তিকে উৎসর্গপ্রাণ হতে হবে।
বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নিয়তের বিশুদ্ধতার উপর গুরুত্বারোপ করেন। তাঁরা ইসলামী ব্যাংকিংয়ের কল্যাণ, সৌন্দর্য, মানবিকতা, নিরাপত্তা ও অপরিহার্যতা তুলে ধরে এ শিল্পের অগ্রগতির জন্য সকল প্রশিক্ষণার্থীকে উক্ত কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণের জন্য আহবান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ আবদুল্লাহ শরীফ, CIPA, CSAA বলেন, বর্তমান বিশ্বে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি ও অগ্রগতির জন্য ইসলামী অর্থনীতি একটি অন্যতম মাধ্যম। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ সরকার সবসময় এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করে আসছে। সম্প্রতি সুকূক ইস্যুকরণ এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংকিং-এর উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব সবচেয়ে বড় বাধা। দক্ষ জনবল তৈরীর মাধ্যমে উক্ত বাধা অতিক্রম করার লক্ষ্যে এবং ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্সবিষয়ক জ্ঞানের ধারাকে অধিকতর শক্তিশালী ও সমৃদ্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ২০২০ সালে ‘সার্টিফিকেট কোর্স অন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ (CIBF) চালু করে।
উল্লেখ্য, এ পর্যন্ত কোর্সের ৫টি ব্যাচে ৩৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৪৬ জন অংশগ্রহণকারী ভর্তি হয়েছেন এবং ৩৪ জন অংশগ্রহণকারী ইতোমধ্যেই সফলতার সাথে CIBF ফেলোশিপ অর্জন করেছেন। এ ছাড়া আরো ৪০ জন অংশগ্রহণকারী ৪টি মডিউলে উত্তীর্ণ হয়ে ফেলোশিপ অর্জনের পথে রয়েছেন।
Post Views: 623