বিনোদন প্রতিবেদক: সেবামূলক কার্যক্রমে এক যুগে পদার্পণ করে মিরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার সকালে দুর্বার কার্যালয় প্রাঙ্গনে সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুক্ত আকাশে পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর সাজোয়া বাদক দলের ঢোলের তালে, ব্যানার, ফেস্টুন হাতে দুর্বার’রা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে সুবিধা বঞ্চিত জেলে পাড়ার দুই শতাধিক শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেককাটা, খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাংবাদিক মাহব্বু রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, সাংবাদিক এম আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাবেক সভাপতি আশিষ দাশ ও সহ সভাপতি জাফর ইকবাল।
কথামালায় অংশ নেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আবছার, উদ্যোক্তা সৈয়দ আহমদ, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ, সাংবাদিক রণজিৎ ধর, এম মাঈন উদ্দিন, বাবলু দে, মোহাম্মদ ইউসুফ ও কামরুল ইসলাম, অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজীব, সহ সভাপতি মোহাম্মদ শওকত প্রমূখ।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃত স্বরূপ নাট্যজন প্রদীপ দেওয়ানজীসহ তিনজনকে সন্মাননা জানানো হয়। সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসায় খেজুর রস, ভাপা পিঠা, পায়েস, মুড়ি ও চিড়ার মোয়া সহ হরেক রকম পিঠাপুলির আয়োজন করা হয়। লাল নীল বাতি, দৃষ্টিনন্দন তাবু, মাঝখানে প্রজ্বলিত আগুনের কুন্ডলী দিয়ে সাজানো হয় জলসা চত্বর। মশাল হাতে ক্যাম্প ফায়ারিং এর উদ্বোধন করা হয়। এসময় জলসা চত্বরে নৃত্য পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে মিরসরাই শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীরা, সঙ্গীত আয়োজনে গান শুনিয়ে দর্শক মাতান কান্তা দে, পিন্টু কুমার নাথ, কবিয়াল মধুসূদন দাশ, বাবলু সূত্রধর, পলাশ ঘোষ, ঔশিকা ও সাবরিনা।

সর্বশেষ ভান্ডারী গানে দর্শক মনকাড়েন আনোয়ার ভান্ডারী ও মাহবুবুল হক ভান্ডারী।রাত ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিনোদন প্রতিবেদক: সেবামূলক কার্যক্রমে এক যুগে পদার্পণ করে মিরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে গত শুক্রবার সকালে দুর্বার কার্যালয় প্রাঙ্গনে সমেবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনে মধ্য দিয়ে শুরু হয়। এরপর মুক্ত আকাশে পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর সাজোয়া বাদক দলের ঢোলের তালে, ব্যানার, ফেস্টুন হাতে দুর্বার’রা বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে সুবিধা বঞ্চিত জেলে পাড়ার দুই শতাধিক শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেককাটা, খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, সাংবাদিক বিশ্বজিৎ পাল, সাংবাদিক মাহব্বু রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, সাংবাদিক এম আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, সাবেক সভাপতি আশিষ দাশ ও সহ সভাপতি জাফর ইকবাল।
কথামালায় অংশ নেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নুরুল আবছার, উদ্যোক্তা সৈয়দ আহমদ, ঝংকার সংঘের সভাপতি হেদায়েত উল্লাহ, সাংবাদিক রণজিৎ ধর, এম মাঈন উদ্দিন, বাবলু দে, মোহাম্মদ ইউসুফ ও কামরুল ইসলাম, অভিযান ক্লাবের সভাপতি আমিনুল হক সজীব, সহ সভাপতি মোহাম্মদ শওকত প্রমূখ।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃত স্বরূপ নাট্যজন প্রদীপ দেওয়ানজীসহ তিনজনকে সন্মাননা জানানো হয়। সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসায় খেজুর রস, ভাপা পিঠা, পায়েস, মুড়ি ও চিড়ার মোয়া সহ হরেক রকম পিঠাপুলির আয়োজন করা হয়। লাল নীল বাতি, দৃষ্টিনন্দন তাবু, মাঝখানে প্রজ্বলিত আগুনের কুন্ডলী দিয়ে সাজানো হয় জলসা চত্বর। মশাল হাতে ক্যাম্প ফায়ারিং এর উদ্বোধন করা হয়। এসময় জলসা চত্বরে নৃত্য পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে মিরসরাই শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীরা, সঙ্গীত আয়োজনে গান শুনিয়ে দর্শক মাতান কান্তা দে, পিন্টু কুমার নাথ, কবিয়াল মধুসূদন দাশ, বাবলু সূত্রধর, পলাশ ঘোষ, ঔশিকা ও সাবরিনা।

সর্বশেষ ভান্ডারী গানে দর্শক মনকাড়েন আনোয়ার ভান্ডারী ও মাহবুবুল হক ভান্ডারী।রাত ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।