নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পরিবেশ রক্ষায় প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা কেনার হাটের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী অপচনশীল আবর্জনা কেনার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরিবেশের দূষণ রোধে সচেতনা বৃদ্ধিঘ পরিস্কার পরিচ্ছন্নতার রাখার জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, ইউএনও জোনায়েদ কবির সোহাগ, আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ওসি আব্দুল্লাহ আল হারুন, প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, কাউন্সিলর সমীর দাশগুপ্ত, কাজী মো. ইকবাল, জসিম উদ্দিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে কয়েক’শ নারী-পুরুষ বস্তা ভর্তি প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল আবর্জনা রাউজান পৌরসভায় জমা দেন। বস্তপ্রতি প্রদান করা হয় নগদ ২০০ টাকা। পরবর্তীতে বস্তাপ্রতি ১০০ টাকা প্রদান করা হবে।