নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর এলাকায় গাড়ি চাপায় শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবু বক্কর (১২)। আবু বক্কর আনোয়ারা উপজেলার মো.ছবুরের ছেলে। আজ শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুরের আশরাফ উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে আবু বক্করকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাম্পার গাড়ি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Post Views: 361