নিজস্ব প্রতিবেদক: বন বিভাগ ও হাটহাজারী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৫.৩৭ ঘনফুট  গোল সেগুন কাঠসহ নাম্বার বিহীন জীপগাড়ী আটক করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাটহাজারী পৌর এলাকার হাসপাতাল রোডের পশ্চিমে চট্টগ্রাম শহরে অবৈধ কাঠ পরিবহন করার সময় On Test  চাঁদের গাড়ী ও কাঠ জব্দ করেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজা‌ম্মেল হক শাহ চৌধুরীর আদেশে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চৌকস বন কর্মীরা  ভ্রাম্যমান আদালত পরিচারনা কালে নাম্বার বিহীন জীপগাড়ী বোঝাই সেগুন গোল কাঠ আটক করা হয়।
হাটহাজারী পৌর এলাকার হাসপাতাল রোডের পশ্চিমে চট্টগ্রাম শহর অভিমুখী জীপগাড়ী যার নং- On Test চাঁদের গাড়ীটি  তল্লাসী করে অবৈধ সেগুন গোল কাঠ দেখিতে পাওয়া যায় এবং উক্ত বনজ দ্রব্যের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র না থাকায় ও ড্রাইভার দ্রুত পালিয়ে যাওয়ায় গাড়ীর মালিককে ভাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করে ৪৫.৩৭ ( ৬২ টুকরা)  ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করে হেফাজতে নেয়।
নিজস্ব প্রতিবেদক: বন বিভাগ ও হাটহাজারী উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৫.৩৭ ঘনফুট  গোল সেগুন কাঠসহ নাম্বার বিহীন জীপগাড়ী আটক করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাটহাজারী পৌর এলাকার হাসপাতাল রোডের পশ্চিমে চট্টগ্রাম শহরে অবৈধ কাঠ পরিবহন করার সময় On Test  চাঁদের গাড়ী ও কাঠ জব্দ করেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজা‌ম্মেল হক শাহ চৌধুরীর আদেশে হাটহাজারী বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চৌকস বন কর্মীরা  ভ্রাম্যমান আদালত পরিচারনা কালে নাম্বার বিহীন জীপগাড়ী বোঝাই সেগুন গোল কাঠ আটক করা হয়।
হাটহাজারী পৌর এলাকার হাসপাতাল রোডের পশ্চিমে চট্টগ্রাম শহর অভিমুখী জীপগাড়ী যার নং- On Test চাঁদের গাড়ীটি  তল্লাসী করে অবৈধ সেগুন গোল কাঠ দেখিতে পাওয়া যায় এবং উক্ত বনজ দ্রব্যের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র না থাকায় ও ড্রাইভার দ্রুত পালিয়ে যাওয়ায় গাড়ীর মালিককে ভাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করে ৪৫.৩৭ ( ৬২ টুকরা)  ঘনফুট সেগুন গোল কাঠ জব্দ করে হেফাজতে নেয়।