ঢাকা: রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার (০৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাজারের কসাই পট্টিতে এই অগ্নিকাণ্ড ঘটে।  পরে ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া আছে। কীভাবে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। এতে বাজারের অনেক দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ১২টি ইউনিট। ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততোক্ষনে শতাধিক দোকান পুড়ে যায়।

অগ্নি নির্বাপণে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, পিএসসি; পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স)। তার সহযোগী হিসেবে ছিলেন আব্দুল হালিম, সহকারী পরিচালক, ঢাকা এবং মানিকুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন)। এছাড়াও উপসহকারী পরিচালক বজলুর রশিদ, সদর দপ্তরের সিনিয়র এসও ফয়সালুর রহমানসহ ১২টি ইউনিটের প্রায় ১২০ জন অগ্নিনির্বাপণ কর্মী এই দুর্ঘটনায় কাজ করেন।

ঢাকা: রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।আজ শনিবার (০৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাজারের কসাই পট্টিতে এই অগ্নিকাণ্ড ঘটে।  পরে ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘটনাস্থলে ব্যাপক ধোঁয়া আছে। কীভাবে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর সাড়ে চারটার দিকে আগুন লাগে। এতে বাজারের অনেক দোকান পুড়ে যায়। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ১২টি ইউনিট। ঘটনাস্থলে আসে পুলিশ, র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকর্তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততোক্ষনে শতাধিক দোকান পুড়ে যায়।

অগ্নি নির্বাপণে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান, পিএসসি; পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স)। তার সহযোগী হিসেবে ছিলেন আব্দুল হালিম, সহকারী পরিচালক, ঢাকা এবং মানিকুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন)। এছাড়াও উপসহকারী পরিচালক বজলুর রশিদ, সদর দপ্তরের সিনিয়র এসও ফয়সালুর রহমানসহ ১২টি ইউনিটের প্রায় ১২০ জন অগ্নিনির্বাপণ কর্মী এই দুর্ঘটনায় কাজ করেন।