নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে বিভিন্ন নেতার নামে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করে দলের সুনাম ক্ষুন্ন করার কারণে সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে কামাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতেই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন বিগত কিছুদিন ধরে ধারাবাহিক ও পরিকল্পিতভাবে দলের শীর্ষ নেতৃবৃন্দের নামে মিথ্যা, অবাস্তব ও আপত্তিকর মন্তব্য ফেসবুকে পোস্ট দিয়ে দলের সম্মানহানি করে আসছেন। উক্ত বিষয়ে তাকে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি তার কার্যকলাপ অব্যাহত রাখেন। সম্প্রতি কামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম হুসেইন কবিরের নাম জড়িয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নৌকার মনোনয়ন পেতে পনের লাখ টাকার লেনদেনের বিষয়ে এক মিথ্যা, বানোয়াট ও মানহানিকর মন্তব্য করে দলের সুনাম ক্ষুন্ন করেন। এ কারণে সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরি সভায় অ্যাডভোকেট কামাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি তাকে স্থায়ী বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্য পদ স্থগিত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটি বরাবর আবেদন করা হয়। কামাল উদ্দিনকে বহিষ্কারের কথা নিশ্চিত করেন সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।