নিজস্ব প্রতিবেদক: সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক উরস শরিফ উপলক্ষে চতুর্দশ শিশু কিশোর সমাবেশ উপলক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করেছে মাইজভান্ডারী একাডেমি। আজ শুক্রবার (০৭ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার বিষয়গুলো হচ্ছে, ক্বিরাত, হামদ/না’ত, দেশাত্মবোধক গান, মাইজভান্ডারী সঙ্গীত,নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য, রচনা, চিত্রাঙ্কন, বিজ্ঞান মেলা। উক্ত প্রতিযোগিতায় প্রায় এক হাজার প্রতিযোগী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার ইভেন্ট পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইফতেখার উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, মা ও শিশু হাসপাতালের সেক্রেটারি রেজাউল করিম আজাদ, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম ও ট্রাস্টের সচিব এওয়াইএম জাফর। আগামী ১৪ জানুয়ারি প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।