প্রেস বিজ্ঞপ্তি: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ৩৯তম ব্যাচের নবীন বরণ ও ৩৩তম ব্যাচের বিদায় উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
সম্মানিত অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস হাসিনা মহিউদ্দিন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক।
বিশেষ অতিথি ছিলেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। এছাড়া ৩৩তম ব্যাচের ৮ম সেমিস্টারের কো-অর্ডিনেটর হিসেবে সহকারী অধ্যাপক রোমানা চৌধুরী, ৩৯তম ব্যাচের ১ম সেমিস্টারের কো-অর্ডিনেটর হিসেবে সহকারী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিন ও ‘ব্রিকোলাজ’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. অনুপম সেন নবীন শিক্ষার্থীদের গভীর ভালোবাসা ব্যক্ত করে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা স্কুল ও কলেজে ছিলে, তারপর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছো, ইংরেজি বিভাগে ভর্তি হয়েছো। এখন বেরিয়ে যাচ্ছো। আসলে তোমরা জীবনের বৃহৎ ক্ষেত্রে প্রবেশ করছো। আমার বিশ্বাস, তোমরা এই বিভাগ থেকে যে শিক্ষা নিয়ে বেরুচ্ছো, তা দিয়ে নিজেদের ও বাংলাদেশের কল্যাণ সাধিত করতে পারবে। একটা কথা খেয়াল রাখবে, জীবনের চলার পথে ও কর্মক্ষেত্রে কাউকে করুণা করবে না। ভালোবাসা ও মমত্ববোধ দিয়ে মানুষের অন্তর জয় করবে। এটাই মনুষ্যত্বের পরিচায়ক।
তিনি ইংরেজি ভাষার প্রকৃত সৌন্দর্যের উল্লেখ করে বলেন, ইংরেজি ভাষার সাহিত্যেই এই ভাষার প্রকৃত সৌন্দর্য লুকিয়ে রয়েছে। ষোলো থেকে বিশ শতক পর্যন্ত অনেক ইংরেজ সাহিত্যিক অসাধারণ সাহিত্য নির্মাণ করেছেন। সাহিত্যামোদিরা নিরন্তর সেই সাহিত্য থেকে সৌন্দর্য আহরণ করে চলেছেন।
ড. সেন নিউটনের জ্ঞানপিপাসার বর্ণনা দিয়ে বলেন, যারা ইংরেজি বিভাগে ভর্তি হয়েছো এবং যারা বিদায় নিচ্ছো, সকলের মনে রাখতে হবে, জ্ঞান-সমুদ্র অন্তহীন। মানুষ সারাজীবন ধরে সামান্য জ্ঞানই আসলে অর্জন করতে পারে।
বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। তবু আমি স্বীকার করি, পথ চলতে গিয়ে ও কর্মক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। সুতরাং ইংরেজি ভাষা শিখতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, ইংরেজি ভাষা শিখতে গিয়ে আমরা যেন বাংলা ভাষা ভুলে না যাই।
ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক বলেন, বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। আরও এগিয়ে যাবে। এই অগ্রযাত্রায় আজ যারা ইংরেজি বিভাগ থেকে বিদায় নিয়ে যাচ্ছো, তাদেরকেও সামিল হতে হবে, উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য প্রচুর কাজ করতে হবে। সঙ্গে এটাও মনে রাখতে হবে, কাজ করতে গিয়ে ‘আমি’-র চেয়ে যেন ‘আমরা’ প্রাধান্য পায়।
কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম মানবতাবাদী রাজনৈতিক নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী কর্তৃক প্রিমিয়ার ইউনিভার্সিটি ও এই ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগ প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করে বলেন, চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে একমাত্র প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ সবচেয়ে বৃহৎ। এই বিভাগে যারা পড়ছে ও ভর্তি হচ্ছে সকলেই ভাগ্যবান।
সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ইংরেজি ভাষাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে উল্লেখ করেন। ৩৩তম ব্যাচের শিক্ষার্থী নওশিন তাসনিমা, ইনজামাম খান, তাসকিয়া হক, ঋষি রায়, প্রণব কুমার দে ও সুমাইতা বিনতে মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের এক পর্যায়ে ইংরেজি বিভাগের জার্নাল ‘ব্রিকোলাজ’-এর মোড়ক উন্মোচন করা হয়।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Post Views: 230