নিজস্ব প্রতিবেদক: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে সিএমএসএমই ট্রেড ফেয়ার। আজ বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) বেলা ১২ টায় নগরীর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
উইম্যান চেম্বার এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এর সভাপতিত্বে সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট ও ফেয়ারের চেয়ারপার্সন রেখা আলম চৌধুরী। এছাড়াও ফার্ষ্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, সুলতানা নূরজাহান রোজী সহ পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্মেলনে বলা হয়, করোনার ক্রান্তিকাল অতিক্রম করে সিএমএসএমই খাতের উদ্যোক্তারা নিজেদেরকে কিছুটা সামলে নিয়ে তাদের ব্যবসা-বাণিজ্যকে পুনরুজ্বীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও ঐক্যান্তিকত প্রচেষ্টার ফলে প্রায় চার হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যার ফলে এই খাতের উদ্যোক্তারা কিছুটা হলেও আশার আলো দেখছে।
সন্মেলনে আরো বলা হয়, ২০০২ সাল থেকে প্রথমে বাংলাদেশ মহিলা সমিতি বাওয়া মাঠে এই মেলা আয়োজন হয়েছিল। ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক পরিসরে ধারাবাহিকভাবে ২০১৯ সাল পর্যন্ত মেলা আয়োজন করে আসছে। আশা করি ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে। আজ শুক্রবার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি) বিকেল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্রোরেশন এর মেয়র রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান। সম্মানিত অতিথি থাকবেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড্ ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম। এছাড়াও উপস্থিথ থাকবেন প্রিজম বাংলাদেশে সাবেক টিমলিডার মি. আলী সাবেত-সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
জানা গেছে, মেলায় ছোট-বড় প্রায় দুইশ-টি স্টল এবং ৪ টি প্যাভেলিয়ন অংশগ্রহন করবেন। এছাড়া নারী উদ্যোক্তাদেরকে স্বল্পমূল্যে ক্ষেত্রবিশেষে বিনামূল্যে অংশগ্রহনের সুযোগ প্রদান করা হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ক্যাম্প, সিসি টিভি ক্যামেরা, বেসরকারী নিরাপত্তা রক্ষী-সহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে। বিদ্যুৎ সংযোগের জন্য বৈদ্যুতিক সাব-স্টেশন ও সার্বক্ষনিকভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন জেনারেটর স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক পুরুষ ও মহিলা টয়লেট, সার্বক্ষনিক পানি সরবরাহ, সিটিকর্পোরেশন এর সহযোগিতায় পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিনোদন পার্কসহ নগরীর স্কুল গুলোতে শিশুদের জন্য বিনামূলে টিকেট সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার সৌন্দর্য্য বিকাশের জন্য আকর্ষনীয় তোরণ, দৃষ্টিনন্দন ফোয়ারা, সুউচ্চ টাওয়ার, মেলার বাহিরাঙ্গনে আলোক সজ্জ্বার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মেলার সার্বিক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সার্বক্ষনিকভাবে মেলা কার্যালয় সচল থাকবে। এছাড়াও ক্রেতা-দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতি সপ্তাহে প্রবেশ টিকেটের উপর থাকবে আকর্ষণীয় পুরস্কার ও প্রতিটি টিকেটের সহিত থাকবে বিনামূল্যে ঘড়ি ডিটারজেন্ট পাউডারের একটি মিনি প্যাক। ইতিমধ্যে মেলার স্পন্সর হিসেবে আছেন ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, লাফস্, ড. রাজেশ, আরএসপিএল, ইন্ট্রাকো গ্রুপ, জেনেটিকা, জেডএম, মাটি-টা, ভিস্তা এন্ড্রয়েড টিভি, চ্যানেল আই ঐক্য ফাউন্ডেশান, চ্যানেল আই উদ্যোক্তা বার্তা প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক আজাদী, হেলথ কেয়ার পার্টনার সার্কিস্কোপ ও ঐক্য হেলথ, ই-কমার্স পার্টনার শপার্স ওয়ার্ল্ড ও ঐক্য.কম.বিডি, ইভেন্ট ম্যানেজার আউটসোর্স। এছাড়াও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে চট্টগ্রামের বীরকণ্যা প্রীতিলতা স্মরণে ৫ জন সফল নারীকে সম্মাননা প্রদান করা হবে।