ক্রীড়া প্রতিবেদক: নগরীর তারকা মানের হোটেল দি পেনিনসুলা চিটাগাং এর বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্ট পেনিনসুলা প্রিমিয়ার লিগ ২০২২ সম্পন্ন । কোয়ালিটি স্কুল অফ ক্রিকেট গ্রাউন্ডে ছয় দলের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফ্রন্ট অফিস ও মেনটেইন্যান্স বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত পেনিনসুলা গ্ল্যাডিয়েটরস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অংশগ্রহণকারী অন্যান্য দলের মধ্যে হাউসকিপিং নিয়ে গঠিত পেনিনসুলা ওয়ারিয়রস ,এফএনবি সার্ভিস নিয়ে গঠিত পেনিনসুলা টাইগার্স,এফএনবি প্রোডাকশন নিয়ে গঠিত পেনিনসুলা কিংস, পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন এবং সিকিউরিটি টিম এর সমন্বয়ে গঠিত পেনিনসুলা চার্জার্স এবং এইচ আর, সেলস, আইটি ও একাউন্টস এর সমন্বয় গঠিত পেনিনসুলা লায়ন্স অংশগ্রহণ করে। গতবারের চ্যাম্পিয়ন পেনিনসুলা টাইগার্স চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করলেও পেনিনসুলা গ্লাডিয়টর টিমের কাছে পরাজিত হয়।
দিনব্যাপী এই ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি পেনিনসুলা চিটাগাং হোটেলের মহাব্যবস্থাপক সুমেধা গুণাওয়র্ধানা, র্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও তানভীর শাহরিয়ার রিমন, বনজোর রেস্টুরেন্টের অপারেশন ডিরেক্টর আক্কাস উদ্দিন,হোটেলের অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা, সেক্রেটারি নুরুল আজিম, সিনিয়র একাউন্টস ম্যানেজার মীর কাসিমসহ সকল বিভাগের প্রধানগণ। পেনিনসুলা প্রিমিয়ার লিগে টাইটেল স্পন্সর ছিলো ইস্পাহানি টি লিমিটেড। এইচআর ম্যানেজার প্রতীক ভট্টাচার্যের পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্ট সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহাদাত হোসেন।
আয়োজন কমিটির মুখপাত্র প্রতীক ভট্টাচার্য্য বলেন,পেনিনসুলা হোটেল কর্তৃপক্ষ কর্মীদের সবসময়ই অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং উজ্জীবিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে,এরমধ্যে পিপিএল অন্যতম একটি বড় উৎসব। দি পেনিনসুলা চিটাগাং এর এর চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ সকলকে ধন্যবাদ জানান ।