নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়া থানাধীন চরতী ইউনিয়নের দুরদুরী এলাকায় দুরদুরী আহমদিয়া গাউছিয়া নূরানী মাদ্রাসার পুরস্কার বিতরণী ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) সকালে চরতী, মুহাম্মদীয়(স.) সিনিয়র মাদ্রাসা সংলগ্ন নূরানী মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন, হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ রজভী (মা. জি. আ.), পরিচালক, সুন্নী, নূরানী বোর্ড , বাংলাদেশ।
উদ্বোধক ছিলেন, মাওলানা মু. কাজী আমিন হানাফী(মা. জি. আ.), অধ্যক্ষ, চরতী, মুহাম্মদীয়(স.) সিনিয়র মাদ্রাসা।
সভায় সভাপতিত্ব করেন, হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল হক হক্কানী( মা. জি. আ.) খলিফায়ে আযম গারাঙ্গীয়া দরবার মরীফ, বারদোনা, সাতকানিয়া, চট্টগ্রাম।
উদ্বোধনী বক্তব্যে মাওলানা আমিন হানাফী বলেন, এই নূরানী মাদ্রসা পরিচালনা করা খুবই কঠিন কাজ। তারপর পরিচালনা কমিটি শত কষ্টে এই মাদ্রাসাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে সবাই আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, কারবালা থেকে ইসলাম দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। এক হলো শহীদে আজম ইমাম হুসাইন(র.) বা হুসাইনি মুসলিম আর এক হলো এজিদি মুসলিম। যারা এজিদের প্রশংসায় পঞ্চমুখ তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তারাই ইসলামের শত্রু। যে সকল মাদ্রাসায় আবদুর রশীদ গাংগুহীর কিতাব ‘ফতোয়াতে রশীদিয়া’ পড়ানো হয় সে সব মাদ্রাসায় আপনার সন্তানদের পাঠাবেন না। এরা এজিদের দল।
আমি নুরানী মাদ্রসা বোর্ডের সম্মানিত পরিচালক মহোদয়কে অনুরোধ করবো, মাদ্রাসায় র্ফাসি ও উর্দ্দু শিখাবেন। বড় বড় আওলিয়া ও সূফীদের কিতাবগুলো ফার্সি এবং উর্দ্দু ভাষায় লেখা। ইসলামের আসল জিনিস জানতে হলে মাওলানা জালাল উদ্দিন রুমী মসনবী শরীফসহ আওলিয়াদের লিখিত দেওয়ানি গুলো পড়তে হবে।
আরো বক্তব্য রাখেন, মাওলনা জাহাঙ্গীর আলম জিহাদী, মাওলানা নজির আহমদ, মাওলনা মুজিবুর রহমান, খোরশেদ আলম, মাওলানা নুরুল কবির প্রমুখ।
সভায় নূরানীতে ভাল ফলাফল করা ছাত্র/ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের সভাপতি হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আব্দুল হক হক্কানী( মা. জি. আ) মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা. রেজাউল করিম, চেয়ারম্যান, চরতী ইউনিয়ন, পরিষদ, মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি চরতী ইউনিয়ন, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক, গাউছিয়া কমিটি চরতী ইউনিয়ন।
আরো উপস্থিত ছিলেন, মাওলানা নজির হোসেন আনসারী, খোরশেদ আলম, মাওলানা নূরুল কবির প্রমুখ।