নিজস্ব প্রতিবেদক: ফটিকছড়িতে মরহুম আলহাজ্ব আহম্মদ ছাপা পরিবারের পক্ষে অসহায় গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ,(দিঘীর পাড় সংলগ্ন), বি এ সোলতান বাড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
নাজিরহাট পৌরসভা মেয়ের এস এম সিরাজ উদ-দৌলা।
অতিথি ছিলেন,ডা. মোহাম্মদ ইব্রাহিম,হাসান আলি মিন্টু,আলি নেওয়াজ,আজিজুল হক,এজাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিবারের পক্ষে মরহুম আলহাজ্ব আহম্মদ ছাপার পুত্র আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হক, ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি ও আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি ।
তিনি বলেন,মানবিক দিক দিয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় আমাদের পরিবারের পক্ষে এলাকার গরিব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবছরও আমরা গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। আমি মনে করি বিত্তবানদদের শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত।