নিজস্ব প্রতিবেদক: মগ পার্টির সেকেন্ট ইন কমান্ড হত্যার দুইদিনের ব্যবধানে বান্দরবানে এবার জেএসএস কর্মীর স্ত্রীকে হত্যা ও স্বামীকে অপহরণের ঘটনা ঘটেছে। সশস্ত্র হামলাকালে ঘটনাস্থলে মারা গেছে গৃহবধূ পিইয়ানু মারমা (২৮)। পরে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে স্বামী রেথোয়াই মারমাকে (৪২)।
বৃহস্পতিবার (৬জানুয়ারি) গভীররাতে জেলা সদরের রাজবিলা ইউনিয়নের থংজমাপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ৫-৬ জনের অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল গ্রামে ঢুকে অং হ্লা মারমার ছেলে রেথোয়াই মারমাকে অস্ত্রের মুখে জিম্মী করে। এসময় তার স্ত্রী পিইয়ানু মারমা বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পাহাড়ী সন্ত্রাসীরা তার স্বামী রেথোয়াই মারমাকে অপহরণ করে গহীণ জঙ্গলে নিয়ে যায়। হামলার এই ঘটনায় জড়িতদের বিষয়ে ষ্পষ্ট পরিচয় জানা যায়নি। তবে পরিবারের দাবী রেথোয়াই মারমা জেএসএস সমর্থক হওয়ায় মগলিবারেশন পার্টি এই ঘটনা ঘটিয়েছে।
এই বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেণ- ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যা ও অপহরণের সাথে জড়িতদের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য,, গত ৪ জানুয়ারি রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লা পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীরা মগ লিবারেশন পার্টির সেকেন্ড-ইন-কমান্ড মংক্যচিং মারমাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।