ঢাকা ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বিজয় সরণিতে ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘর’ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি জাদুঘরটির উদ্বোধন করেন ।
শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তরুণদের দেশপ্রেমে উজ্জীবিত করে সশস্ত্র বাহিনীতে যোগদানে উদ্বুদ্ধ করবে। এখানে আমাদের নৌবাহিনীর জন্য আলাদা জায়গা আছে, সেনা বাহিনীর জন্য জায়গা আছে, বিমান বাহিনীরসহ সবারই আলাদা আলাদা প্রদর্শনীর ব্যবস্থা আছে।
শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি এই জাদুঘরে শিশু, তরুণ ও বয়োবৃদ্ধ যারাই আসবে তারা যেমন জ্ঞান অর্জন করবে। একই সাথে আমাদের সশ্রস্ত্র বাহিনীতে তরুণ প্রজন্ম যোগদান করতে এ জাদুঘর দেখে আরও আগ্রহী হবে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবদান রাখতে তারা উদ্বুদ্ধ হবে।
তিনি বলেন, আমি সত্যিই আনন্দিত। আমি অবশ্য একেবারে সরেজমিনে দেখিনি, প্রাথমিক পর্যায়ে যখন তৈরি শুরু হয় তখন কিছুটা দেখেছি, আর বারবার যখন যতটুকু ডেভেলপ হয়েছে আমি ছবিগুলো দেখেছি। যখন যেটা নির্দেশনা দেয়ার আমি দিয়েছি। আমি যতটুকু এখন দেখলাম আমি মনে করি -এটা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর, আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।