ক্রাইম প্রতিবেদক: রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাগুলো থেকে প্রতিনিয়ত কাঠ চোরাকারবারীরা তিন পাহাড়ী অঞ্চলের কাঠ ব্যবসায়ী সমিতির প্রত্যক্ষ যোগশাজসে কথেক বনখেকোর মদদে চট্টগ্রাম বনবিভাগের আওতাধীন বনফাঁড়িগুলোকে ম্যানেজ করে পাচার করছে এ অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ। বনিবনা না হলে মাঝে মাঝে কিছু কাঠ তারা আটক করে লোক দেখানোসহ কর্মকর্তাদের খুশী করানোর জন্য। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার রাতে সরকারী ছুঠির সুবাধে পাচারকারীরা কাঠ পাচার করে বন উজার করছে। তেমনি মাঝে মধ্যে করের হাট বিট ও হাটহাজারী বিট কাম চেক স্টেশন ষৎ সামন্য অবৈধ কাঠ আটকের খবর গনমাধ্যমে আসলেও অন্যান্য ফাঁড়িগুলো এসব চোখে দেখে না।
আজ বুধবার (০৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশে হাটহাজারী চেক স্টেশন কতৃক আবারও জীপগাড়ীসহ সেগুন গোল আটক করেছে। হাটহাজারী বিট কাম চেক স্টেশন এর স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে মোস্তফা আল হোসাইন, সহকারী বন সংরক্ষক খন্দকার মনিরুল ইসলাম, ফরেস্টার এর উপস্থিতিতে সঙ্গীয় স্টাফসহ সেগুন গোল বোঝাই নাম্বার বিহীন জীপগাড়ী/চাঁন্দের গাড়ী আটক করতে সক্ষম হয় । সাঁড়াশি অভিযান চালিয়ে শোভনছড়ি বিটের চুরকার হাট এলাকা হতে ৪৫.৯৭ ঘনফুট সেগুন গোল বোঝাই নাম্বার বিহীন চাঁন্দেরগাড়ীটি আটক ও জব্দ করা হয় এবং পরবর্তী আইনি পক্রিয়া সম্পন্ন করা হয় ।
Post Views: 225