নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের ৩ উপজেলা আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালীতে পঞ্চম দফা ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শীতকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি রয়েছে।
তিনি বলেন, গতকাল নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও সকালে পাঠানো হয়েছে ব্যালট পেপার। প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া টহলে থাকবে বিজিবির সদস্যরা।
Post Views: 423