নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার স্ত্রীকে হত্যা মামলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।গত সোমবার বিকালে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের ইমান আলীর ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আদালতের পিপি অনুপ কুমার নন্দী।
মামলায় জানানো হয়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে স্ত্রী আমেনা খাতুনের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গিয়াস উদ্দিন। ওই দিনই এলাকাবাসী গিয়াসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ওই বছর ১৮ অক্টোবর নিহতের ভাই লিটন শেখ ভেড়ামারা থানার একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার স্ত্রীকে হত্যা মামলায় গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।গত সোমবার বিকালে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের ইমান আলীর ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান আদালতের পিপি অনুপ কুমার নন্দী।
মামলায় জানানো হয়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর রাতে স্ত্রী আমেনা খাতুনের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে গিয়াস উদ্দিন। ওই দিনই এলাকাবাসী গিয়াসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় ওই বছর ১৮ অক্টোবর নিহতের ভাই লিটন শেখ ভেড়ামারা থানার একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।