আগামীকাল ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালী থানাধীন আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনসুর আহম্মদ এর নৌকার সমর্থনে গণসংযোগ শেষে ৩ জানুয়ারী সন্ধ্যে ৭টায় একটি হোটেলে অত্র এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন- বোয়াখালীর আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন সকল ধর্মের সহবস্থানে সম্প্রীতির বন্ধনে ঐতিহ্যবাহী, ঐতিহাসিক পণ্যভূমি। এতদ অষ্ণলে বৃটিশ বিরোধী ও স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বীর পুরষদের অন্যতম আশ্রয়স্থল ছিল এই কড়লডেঙ্গা ইউনিয়ন। এই ইউনিয়নে দির্ঘ ২৪ বছর যাবত সশস্ত্র সন্ত্রাসী, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, সরকার বিরোধী পরিবারের হাতে চেয়ারম্যান পদবীর গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিত্ব জিম্মি থাকায় এলাকায় মরননেষা মাদকের অভয়ারণ্যে পরিনত করেছে। এসকল সমাজ তথা রাস্ট্র বিরোধীদের প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনসুর আহম্মদ এর নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের সচেতন জনতাকে ঐক্যবদ্ধ ভুমিকায় অবতীর্ণ হয়ে নৌকার বিজয় চিনিয়ে আনার আহ্বান জানান। এতে বিশেষ অথিতি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো বেলাল হোসেন, সহ সভাপতি সুনিল দেবনাথ, সাধারণ সম্পাদক মো নুরুল আমিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাকেন শ্রমিকনেতা আব্দুল মতিন রুবেল, মো বেলাল হোসেন, মো আজিজুল হক, মো এনাম, বিধান চন্দ্র দাশ,মো জাকির, মিলন বড়ুয়া, মো শাহাজান, মো নুরুল আলম, মো সেকান্দর, আশোক দাশ, প্রিয়তোষ দেওয়ান্জী, মো সাকিব প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি