মুসলামদের আলোকিত ভবিষ্যৎ ও শান্তি-সম্প্রীতির একমাত্র পথ কুরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা। কুরআনই হচ্ছে মানবজাতির হিদায়ত। তিনি বলেন, আজ মুসলমানদের পশ্চাৎপদতা ও দৈনদশার মূল কারণ হচ্ছে কুরআন অধ্যয়ন ও কুরআন সুন্নাহ কেন্দ্রীক জ্ঞান চর্চা হতে বিরত থাকা। আজ মঙ্গলবার (০৪ জানুয়ারী) ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন রত্মপুর আলোর দিশা ইসলামী সংঘ এর উদ্যোগে ২দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে সমাপনী দিবসে প্রধান বক্তার তাফসীরকালে মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন মোফাস্সিরে কোরআন মাওলানা মামুনুর রশীদ নূরী এ কথা বলেন।
রত্মপুর স্কুল মাঠে সাবেক কৃষি কর্মকর্তা আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে তিনি আরো বলেন, মুসলমানদের শতধা-বিভক্তি, পারস্পরিক বিদ্বেষ ও ধর্মীয় হানাহানির কারণে আধিপত্যবাদী তাগুতী গোষ্ঠিরা আজ ঐক্যবদ্ধ। তিনি বলেন, মুসলিম জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ঐক্য। তাদের মধ্যে সম্পর্ক হতে জবে ভ্রাতৃত্ববোধের, ইসলামেও ঐক্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব অপরীসিম।
মাওলানা নূরী আরো বলেন, রাসুলে করিম (স:) ভ্রাতৃত্ববোধের মাধ্যমে তার পুরো নবুওয়াতী জীবনে কুরআন সুন্নাহ তথা দ্বীনের পূর্ণাঙ্গরূপ বাস্তবায়ন করেছেন, বর্বর সমাজের আমুল পরিবর্তন ঘটায়েছেন এবং সকল প্রকার অশান্তি ও বিভ্রন্তি দূর করে পুরো আরব জাতির ভাগ্য খুলে দিয়েছেন।
২দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে শেষ দিবসে প্রধান অতিথি ছিলেন ৩বারের নির্বাচিত সফল দাঁতমারা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জানে আলম এবং সংবর্ধিত ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ আবদুল মোতালেব। অন্যান্যদের মধ্যে তাফসীর পেশ করেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারী, অধ্যক্ষ মাওলানা মোহসেন আল হোসাইনী, মুফাচ্ছের মাওলানা শায়খ জামাল উদ্দিন, মাওলানা মুফতি আবুল কালাম বাশার, মাওলানা শাহাব উদ্দিন শিহাব প্রমুখ। – প্রেস বিজ্ঞপ্তি