আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায়‘ইএলএন ও ফার্ক ’এর সংঘর্ষ নিহত ২৩। দক্ষিণ আমেরিকার রাষ্ট্র কলম্বিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অগণিত মানুষ। সুত্র: সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিয়াগো মোলানো এই তথ্য জানান। দেশটির আরাউকা প্রদেশে দু’টি অবৈধ সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে প্রাণহানির এই ঘটনা ঘটে।
সংঘর্ষটি মূলত ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র ভিন্নমতাবলম্বী সদস্যদের মধ্যে হয়েছে। গত রবিবার থেকে তারা আরাউকা প্রদেশে একে অপরের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এই সংঘর্ষেই এখন পর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে।
এদিকে এক বিবৃতিতে কলম্বিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মাদক চোরাচালানসহ অবৈধ আর্থিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সঙ্গে সশস্ত্র লড়াই করছে বিবদমান ওই দু’টি গ্রুপ। এছাড়া কলম্বিয়ার মানবাধিকার প্রধান জানিয়েছেন, সংঘর্ষের কারণে ১২টি পরিবার তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে।