নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মুরাদপুরে এ এইচ প্যারাগন টাওয়ারে অবস্থিত এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপন করেছে ।
এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সালাউদ্দীন আলী বলেন, করোনাকালে বিদেশগামী যাত্রীদের বাধ্যতামূলক করোনার আরটি-পিসিআর টেস্ট করাতে হয়। প্রবাসীদের পিসিআর টেস্ট নিয়ে ভোগান্তির শেষ নেই। এই ভোগান্তি নিরসনে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের কথা বিবেচনা করে আরটি-পিসিআর টেস্ট করার জন্য আমরা অনুমোদন পেয়েছি। এটি দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শন করতে হবে।
তিনি জানান, এই হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। জেনারেল রিপোর্ট দেওয়া হবে ১২-১৮ ঘণ্টায়, স্ট্যান্ডার্ড রিপোর্ট দেওয়া হবে ৬-৮ ঘণ্টায় এবং ভিআইপিদের জন্য ৩ ঘণ্টায় রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব রফিকুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।