নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনিক চাকমা নামে এক ছাত্র আত্মহত্যা করেছে।আজ সোমবার (০৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়। শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর রুমে এ ঘটনা ঘটে।অনিক চাকমা মেরিন সায়েন্স বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি রাঙ্গামাটি উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চবি মেডিকেল সেন্টারের চীফ আবু তৈয়ব।
তিনি বলেন, শেষ রাতের দিকে সে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে।
Post Views: 600