সাহিত্য ডেস্ক : 

ফকির ইলিয়াসের স্বনির্বাচিত  কবিতা

 

সবুজ প্লাটিনাম

রংগুলো বদলে যাক। রূপগুলো বদলে যাক। রক্তগুলো!
……না বদলে যাওয়ার কথা আপাতত বলবো না।
রক্তে বাড়ুক সবুজের সম্ভার। বদলে যাক প্লাটিনামের
রং। আবার সবুজে ভরে উঠুক পৃথিবী, পথ ও প্রত্যয়।

কমে আসুক ছ’ফুট দূরত্বের পসরা। মানুষ, মানুষকে
জড়িয়ে ধরে বাঁচুক, বৃক্ষকে জড়িয়ে ধরে বাঁচুক, পুষ্পকে
জড়িয়ে ধরে নিক ঘ্রাণ! হাত উঁচিয়ে দেখাক ঢেউগুলোকে।

সকল বিষাদ চুপ হয়ে যাক, একটি সুবোধ প্রজাপতির মতো।
সকল আগুনের জিহ্বা থেকে উৎসারিত হোক শান্তির লালা।

****

একটি অবহেলিত ভাষণের খসড়া

‘আমি বাদাম বিক্রি করে খাই। মাঝে মাঝে
বাদাম কিনে খাই অন্যের দোকান থেকে।
এই যে নদীগুলো দেখছ, তা আমার নিজস্ব তালুক।
তালুকদারি করি, কিন্তু খাজনা দিই না। দেহখাজনা-
দেবো বলে যেদিন হাতে তুলে নিয়েছিলাম বেহালা,
সেদিন থেকেই ঋণ প্রত্যাহারের আর্জি করেছি
মহাজনের কাছে। কিন্তু কিছুই মওকুফ হয়নি।
আমি নদী বিক্রি করে খাই, এবং মাঝে মাঝে
কিনে খাই নদীর জল।’
…….বলতে বলতে লোকটি নদীতে ঝাঁপ দেয়।
আমি ক্রমশ তার ডুবদৃশ্য দেখি।

****

দরদের দশ দশক

এই কবিতাটি কয়েক দশক পরেই লিখিত
হতে পারতো। অন্য কোনো মেঘজাতকের হাতে
নির্মিত হতে পারতো উড়ে চলার নতুন নিয়ম।
কিন্তু পৃথিবী পাঠ করেনি সেই মনোবিজ্ঞান।
জানতেও চায়নি;—
কার আগে কে জন্ম নেয় কিংবা কা’কে
রেখে কে মেনে নেয় মৃত্যু মহিমা।

দশ দশক ধরে যে আকাশ লিখে যাচ্ছিল
দরদভিত্তিক এই উপন্যাস, সে’ও জানে না
বৃষ্টির প্রকৃত অনুবাদক কে! বাষ্প-বৃষ্টি-রোদ মিলে
গ্রহের চারপাশে জন্ম নেয় যে বর্ষা, তাকে
কোন ঋতুই বা বলা যায়!

দরদী দশকগুলো এটাও জানে না,
কোন বিদ্যাধর্ম মেনে নিয়ে মানুষ
নিজ চোখের ভেতরেই চিরকাল ঘুমায়।

****

আমাকে যে স্পর্শ করে

আমাকে যে স্পর্শ করে হয়তো তার মৃত্যু হয়,
না হয় সে দূরে চলে যায়—
কখনো আগুনের নৌকোয় চড়ে পাড়ি দেয় নদী;
কখনো তীরে বসে কাঁদে। দু’পা ছড়িয়ে দিয়ে
ভাঙে মাটির ঢেলা, বালিবিন্দু—
হাতে তুলে মুখে মেখে নেয়।

আমাকে যে স্পর্শ করে; সে আর কবিতা লিখতে
পারে না। বরং তার হাসিগুলো কাব্যানন্দে ছুঁয়ে
নেয় সূর্যের চূড়া। তার কান্নাগুলো গভীর রাতে
অপহরণ করে প্রাচীন চাঁদের ছায়া।
আর ছায়া হারানো মানুষেরা
ছাউনীবিহীন পৃথিবীর বন্দনা গাইতে গাইতে
দেশ ছেড়ে যায়।

আমাকে স্পর্শ করার পরই কিছু বৃক্ষের
সবগুলো পাতা ঝরে যায়। কয়েকগুচ্ছ
পাতাসুন্দরী নবজন্ম নিয়ে বেড়ে ওঠে অন্য
লোকালয়ে। তা দেখার জন্য আমি চক্ষু
ধার করার
বিজ্ঞাপন দিই হাওয়া-মিডিয়ায়।
আমার কাছে কয়েকটি ভাঙা নক্ষত্রচূর্ণ
ফিরে আসে—ফেরত কুরিয়ার সার্ভিসে।

সাহিত্য ডেস্ক : 

ফকির ইলিয়াসের স্বনির্বাচিত  কবিতা

 

সবুজ প্লাটিনাম

রংগুলো বদলে যাক। রূপগুলো বদলে যাক। রক্তগুলো!
……না বদলে যাওয়ার কথা আপাতত বলবো না।
রক্তে বাড়ুক সবুজের সম্ভার। বদলে যাক প্লাটিনামের
রং। আবার সবুজে ভরে উঠুক পৃথিবী, পথ ও প্রত্যয়।

কমে আসুক ছ’ফুট দূরত্বের পসরা। মানুষ, মানুষকে
জড়িয়ে ধরে বাঁচুক, বৃক্ষকে জড়িয়ে ধরে বাঁচুক, পুষ্পকে
জড়িয়ে ধরে নিক ঘ্রাণ! হাত উঁচিয়ে দেখাক ঢেউগুলোকে।

সকল বিষাদ চুপ হয়ে যাক, একটি সুবোধ প্রজাপতির মতো।
সকল আগুনের জিহ্বা থেকে উৎসারিত হোক শান্তির লালা।

****

একটি অবহেলিত ভাষণের খসড়া

‘আমি বাদাম বিক্রি করে খাই। মাঝে মাঝে
বাদাম কিনে খাই অন্যের দোকান থেকে।
এই যে নদীগুলো দেখছ, তা আমার নিজস্ব তালুক।
তালুকদারি করি, কিন্তু খাজনা দিই না। দেহখাজনা-
দেবো বলে যেদিন হাতে তুলে নিয়েছিলাম বেহালা,
সেদিন থেকেই ঋণ প্রত্যাহারের আর্জি করেছি
মহাজনের কাছে। কিন্তু কিছুই মওকুফ হয়নি।
আমি নদী বিক্রি করে খাই, এবং মাঝে মাঝে
কিনে খাই নদীর জল।’
…….বলতে বলতে লোকটি নদীতে ঝাঁপ দেয়।
আমি ক্রমশ তার ডুবদৃশ্য দেখি।

****

দরদের দশ দশক

এই কবিতাটি কয়েক দশক পরেই লিখিত
হতে পারতো। অন্য কোনো মেঘজাতকের হাতে
নির্মিত হতে পারতো উড়ে চলার নতুন নিয়ম।
কিন্তু পৃথিবী পাঠ করেনি সেই মনোবিজ্ঞান।
জানতেও চায়নি;—
কার আগে কে জন্ম নেয় কিংবা কা’কে
রেখে কে মেনে নেয় মৃত্যু মহিমা।

দশ দশক ধরে যে আকাশ লিখে যাচ্ছিল
দরদভিত্তিক এই উপন্যাস, সে’ও জানে না
বৃষ্টির প্রকৃত অনুবাদক কে! বাষ্প-বৃষ্টি-রোদ মিলে
গ্রহের চারপাশে জন্ম নেয় যে বর্ষা, তাকে
কোন ঋতুই বা বলা যায়!

দরদী দশকগুলো এটাও জানে না,
কোন বিদ্যাধর্ম মেনে নিয়ে মানুষ
নিজ চোখের ভেতরেই চিরকাল ঘুমায়।

****

আমাকে যে স্পর্শ করে

আমাকে যে স্পর্শ করে হয়তো তার মৃত্যু হয়,
না হয় সে দূরে চলে যায়—
কখনো আগুনের নৌকোয় চড়ে পাড়ি দেয় নদী;
কখনো তীরে বসে কাঁদে। দু’পা ছড়িয়ে দিয়ে
ভাঙে মাটির ঢেলা, বালিবিন্দু—
হাতে তুলে মুখে মেখে নেয়।

আমাকে যে স্পর্শ করে; সে আর কবিতা লিখতে
পারে না। বরং তার হাসিগুলো কাব্যানন্দে ছুঁয়ে
নেয় সূর্যের চূড়া। তার কান্নাগুলো গভীর রাতে
অপহরণ করে প্রাচীন চাঁদের ছায়া।
আর ছায়া হারানো মানুষেরা
ছাউনীবিহীন পৃথিবীর বন্দনা গাইতে গাইতে
দেশ ছেড়ে যায়।

আমাকে স্পর্শ করার পরই কিছু বৃক্ষের
সবগুলো পাতা ঝরে যায়। কয়েকগুচ্ছ
পাতাসুন্দরী নবজন্ম নিয়ে বেড়ে ওঠে অন্য
লোকালয়ে। তা দেখার জন্য আমি চক্ষু
ধার করার
বিজ্ঞাপন দিই হাওয়া-মিডিয়ায়।
আমার কাছে কয়েকটি ভাঙা নক্ষত্রচূর্ণ
ফিরে আসে—ফেরত কুরিয়ার সার্ভিসে।