নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা মো. মোস্তাকিম হকের এসএসসিতে একটি বিষয়ে পরীক্ষা ভালো হয়নি । জিপিএ-৫ না পাওয়ার ভয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গেল সেই মোস্তাকিম জিপিএ-৫ পেয়েছে। তার কয়েকদিন পর তাকে রংপুর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তাকিম চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ওই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। পরীক্ষা চলাকালীন সময়ে পদার্থবিজ্ঞান বিষয়ে তার পরীক্ষা ভালো হয়নি। তাই সব পরীক্ষা শেষে ২২ ডিসেম্বর একটি চিরকুট লিখে নিরুদ্দেশ হয়ে যায় মোস্তাকিম।
এ ঘটনার পরদিন মোস্তাকিমের ভাই সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে মোস্তাকিমের হাতে থাকা মোবাইল ফোনের অবস্থান রংপুর এলাকায় নিশ্চিত করা হয়। রবিবার তাকে উদ্ধার করে সীতাকুণ্ডের বাড়িতে আনা হয়।