নিজস্ব প্রতিবেদক: আধ্যাত্মিক সাধক পুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শাহসূফি অধ্যাপক হযরত মৌলানা আব্দুল জলিল মুহাম্মদ মুহিউল ইসলাম (রহঃ)’র পবিত্র বার্ষিক উরস মোবারক ১৬ জানুয়ারী রবিবার রাউজান মোহাম্মদপুর দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উরস শরীফের কর্মসূচির মধ্যে রয়েছে বাদে আছর মাজার শরীফে পুষ্প অর্পণ, জেয়ারত, পবিত্র খতমে কুরআন, বাদে মাগরিব হতে রাতব্যাপী আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল, নাঁতে রাসূল (দ.) মাহফিল এবং তাবারুক বিতরণ।
হুজুরের জীবনী উপর আলোচনা করবেন মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাউজান ৭ নং ইউনিয়ন চেয়ারম্যান জসিম উদ্দিন হিরু।
সভাপতিত্ব করবেন মোহাম্মদপুর দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যাপক মুহাম্মদ নজিরুল হক।
রবিবার বাদে ফজর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
সকল কর্মসূচীতে ধর্ম প্রাণ মুসলমানদের মুখে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্য বিধি মেনে যোগদান করার জন্য উরস মোবারক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও বায়েজীদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু বকর চৌধুরী এবং মোহাম্মদ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্জাদা মুহাম্মদ মুহিউদ্দিন জিলানী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।