লিটন কুতুবী,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে কুতুবদিয়া সরকারি হাসপাতালে শিশু ডায়েরিয়া রোগ ভর্তি হয়েছে ৪৫ রোগী ।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ রেজাউল হাসান জানান, মৌসুমী আবহাওয়া পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় শিশু ডায়েরীয়ার প্রার্দূভাব বৃদ্ধি পেয়েছে। এ রোগ নিয়ন্ত্রণের জন্য শিশুদের জন্মের পর থেকে ৬ মাসের মধ্যে যথানিয়মে চিকিৎসকের পরামর্শ মোতাবেক রোটা ভাইরাস টিকা প্রদান করা, সচেতনতা বৃদ্ধি করা ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,বাসি খাবার বর্জন করা, খাদ্য বিষক্রিয়া খাবার বর্জন করা,শিশুদের স্যালাইন খাওয়ানো,জন্মের পর থেক ২৩ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়া বাধ্যতামুলক।
তিনি আরো বলেন,ভূলক্রমেও শিশুদের চালেরগুড়া,সুঁজি,গরুর দুধ,ভাতের মার খাওয়ানো সম্পূর্ণ নিষেধ। বাচ্চাদের অনিয়মতান্ত্রিক খাবারের কারণে শিশু ডায়েরিয়ার প্রার্দূভাব বৃদ্ধি পাচ্ছে। তবে বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে প্রোটিন জাতীয় খাদ্য ডিম,ফল,মাছ,শাকসবজি খাওয়াতে হবে। ডায়েরিয়ার আলামত দেখা গেলে শিশু ও মাকে পাশ্ববর্তী চিকিৎসা কেন্দ্র,কমিউনিটি ক্লিনিকে পরামর্শ নেয়ার জন্য অনুরোধ করেন।
হাসতপাতালে সূত্রে জানা যায়,২৬ডিসেম্বর/২১ থেকে ০২ জানুয়ারী/২২ ডিসেম্বর সকাল পর্যন্ত নারী, শিশু ও বয়স্কসহ ৪৫ রোগী ভর্তি হয়েছেন।
Post Views: 397