পাহাড়, নদী, সমুদ্র ঘিরে মিরসরাই প্রাকৃতিকভাবে উন্নত জনপদ। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রতিষ্ঠার কারণে মিরসরাই এখন বিশ্ব পরিমন্ডলে পরিচিত। বিশ্বের বড় বড় দেশের বিনিয়োগ আগ্রহ বাড়ছে মিরসরাইয়ের এই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে। এখানে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের কোম্পানি ইতোমধ্যেই বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। অনেক দেশ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে। একটি আন্তর্জাতিক মানের সবুজ স্মার্ট শিল্প নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে বেজা। যাতে পরিবেশের ভারসাম্য রজায় রেখে উৎপাদন কার্যক্রম পরিচালিত হতে পারে। এটি বাস্তবায়িত হলে লক্ষ লক্ষ নারী-পুরুষের কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হবে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে। সম্প্রতি জিইসি মোডস্থ জিইসি কনভেনশন সেন্টারে ‘মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’র বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি এসব কথা বলেন।
তিনি ‘মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রাম’ এর বছর ব্যাপি নানা কর্মসূচির অংশ হিসেবে বার্ষিক পূনর্মিলনী, সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে আগতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা পৃথিবীতেই যখন দ্রুতগতিতে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার, বাংলাদেশও আর হাত গুটিয়ে নেই। দেশে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা হচ্ছে। ১০০ একর জায়গায় প্রতিষ্ঠিত মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এ কারখানার কাজ অনেকটাই এগিয়েছে। ৩৩৫ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম এই বৈদ্যুতিক যানবাহন তৈরির কারখানা (ইলেকট্রিক কার প্লান্ট) স্থাপন হচ্ছে। যা আমাদের জন্য একটি শুভ সংবাদ।
এসোসিয়েশনের সভাপতি শ্রী কালু কুমার দে এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম.আবুল হোসেনের পরিচালনায় ভার্চ্যুয়ালী স্বাগত বক্তব্য রাখেন পুনমিলনী অনুষ্ঠানের আহবায়ক এমডি এম মহিউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন, এসোশিয়েশনের দাতা সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, এসোসিয়েশনের দাতা সদস্য শেখ আতাউর রহমান।
বক্তব্য রাখেন, পুনর্মিলনী উদ্যাপন পরিষদের সদস্য সচিব রাশেদা আক্তার মুন্নি, উদ্যাপন পরিষদের সদস্য এড.আব্দুল মান্নান, সন্মাননা প্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সংবর্ধিত মেয়র ও চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব এস জোহা চৌধুরী, মহিউদ্দিন শাহ আলম নিপু, কামরুল হাসান হারুন, এড.মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, লায়ন তাহের আহমেদ, কামরুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক মনি, মো. আব্দুল হাশিম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ সন্মাননা, নতুন দাতা ও পৃষ্ঠপোষক সদস্যদের সংবর্ধনা এবং মিরসরাইয়ের ২ জন পৌরসভার মেয়র ও ১৬ জন ইউপি চেয়ারম্যানকে সংবর্ধিত করা হয়। পরিশেষে আরশিনগর ফিউচার পার্কের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরশিনগর ফিউচার পার্কের পরিচালক নাসির উদ্দিন দিদার ও এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীনের যৌথ পরিচালনায় র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণের মাধ্যমে রাত দেড়টায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।–প্রেস বিজ্ঞপ্তি