দি ক্রাইম নিউজ ডেস্ক: প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এবং Regional Integrated Multi-hazard Early Warning System (RIMES) এর কর্মকর্তাদের অংশগ্রহণে আজ শনিবার (০১ জানুয়ারী ) দুপুরে ঢাকার একটি হোটেল এ “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক দক্ষতা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি” বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জনাব মোঃ আজিজুর রহমান।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি, বিশেষ অতিথি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবু বকর ছিদ্দিক ও মোঃ খায়রুল আলম উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব তাঁর বক্তব্যে আবহাওয়ার পূর্বাভাস আরও যুগোপযোগী ও গ্রহণযোগ্য করার জন্য প্রযুক্তির উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবহার এবং প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায় বিএমডি’র আবহাওয়াবিদ ড. শামীম হাসান ভুইয়া বিএমডি’র সার্বিক দক্ষতা ও উন্নয়ন কর্মকান্ড এবং আবহাওয়াবিদ ড. মোঃ আবদুল মান্নান বিএমডি’র আবহাওয়া পূর্বাভাস ও সতর্ক বার্তা প্রদান পদ্ধতির কারিগরি প্রযুক্তি ও আধুনিক সুবিধাদি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়া, RIMES এর কান্ট্রি প্রোগ্রাম লীডার জনাব রায়হানুল হক খান বিএমডি’র সাথে RIMES এর কার্যক্রমের বিষয়টি তুলে ধরেন। উক্ত কর্মশালায় বিএমডি’র বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ থেকে উত্তরণসহ বিএমডিকে আরও যুগোপযোগী ও আধুনিক করার জন্য বিভিন্ন প্রস্তাব ও সুপারিশমালা তুলে ধরা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কার্যক্রমসমূহ আরও গতিশীল হবে মর্মে সিনিয়র সচিব আশাবাদ ব্যক্ত করেন।
Post Views: 447