ক্রাইম প্রতিবেদক: নগরীর একটি বাড়িতে পুনরায় হামলা করতে ও ওই বাড়ির সীমা প্রাচীর ভাঙ্গতে সন্ত্রাসীরা প্রতিনিয়ত মহাড়া দিচ্ছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ আসলে মহাড়াকারীরা পালিয়ে যাচ্ছে। এ নিয়ে আতংকে রয়েছে একটি পরিবার এবং এলাকাবাসী। এ বিষয়ে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা আশরাফ আলী রোডের ওমর আলী মার্কেটের মুখে ওই বাড়ির মালিক মো. কামাল উদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার বিদায়ী ওসি মো. নেজাম উদ্দিন বলেন, এটি নিয়ে একটি বৈঠক হয়েছে। বেশ কয়েকবার থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, অভিযোগে পটিয়ার ৭ নং ইউনিয়নের ৫ জন ওয়ার্ডের ছবুর চেয়ারম্যান বাড়ির মৃত নুর মোহাম্মদের পুত্র মো. আলী রিকু, এহসান, সজীব, মৃত কবির আহমদের পুত্র মো. ছগীর, মো. ছগীরের পুত্র কায়সার, মেঝবা উদ্দিনসহ অজ্ঞাতা নামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, নিজ বাড়ির কিছু কাজ সম্পন্ন করার ফলে উল্লেখিতরা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি, ১০/১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।

উল্লেখিতদের বিরুদ্ধে ২টি জি.আর ও ২টি নন জি.আর মামলা চট্টগ্রাম আদালতে বিচারধীন রয়েছে। তিনি বলেন, এর আগে আমার উপর হামলা করা হয়েছে। পুনরায় আমার উপর হামলা ও বাড়ি ভাংচুর চালাতে তারা জড়ো হচ্ছে। তারা নাকি আমার বাড়ির দেওয়াল ভেঙ্গে ফেলবে। আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি।

ক্রাইম প্রতিবেদক: নগরীর একটি বাড়িতে পুনরায় হামলা করতে ও ওই বাড়ির সীমা প্রাচীর ভাঙ্গতে সন্ত্রাসীরা প্রতিনিয়ত মহাড়া দিচ্ছে। তবে ঘটনাস্থলে থানা পুলিশ আসলে মহাড়াকারীরা পালিয়ে যাচ্ছে। এ নিয়ে আতংকে রয়েছে একটি পরিবার এবং এলাকাবাসী। এ বিষয়ে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা আশরাফ আলী রোডের ওমর আলী মার্কেটের মুখে ওই বাড়ির মালিক মো. কামাল উদ্দিনের স্ত্রী দিলোয়ারা বেগম এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার বিদায়ী ওসি মো. নেজাম উদ্দিন বলেন, এটি নিয়ে একটি বৈঠক হয়েছে। বেশ কয়েকবার থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, অভিযোগে পটিয়ার ৭ নং ইউনিয়নের ৫ জন ওয়ার্ডের ছবুর চেয়ারম্যান বাড়ির মৃত নুর মোহাম্মদের পুত্র মো. আলী রিকু, এহসান, সজীব, মৃত কবির আহমদের পুত্র মো. ছগীর, মো. ছগীরের পুত্র কায়সার, মেঝবা উদ্দিনসহ অজ্ঞাতা নামা কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, নিজ বাড়ির কিছু কাজ সম্পন্ন করার ফলে উল্লেখিতরা মোবাইল ফোনে তাকে হত্যার হুমকি, ১০/১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।

উল্লেখিতদের বিরুদ্ধে ২টি জি.আর ও ২টি নন জি.আর মামলা চট্টগ্রাম আদালতে বিচারধীন রয়েছে। তিনি বলেন, এর আগে আমার উপর হামলা করা হয়েছে। পুনরায় আমার উপর হামলা ও বাড়ি ভাংচুর চালাতে তারা জড়ো হচ্ছে। তারা নাকি আমার বাড়ির দেওয়াল ভেঙ্গে ফেলবে। আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি।