প্রেস বিজ্ঞপ্তি: র্যাব এর অভিযানে ফটিকছড়ি থানাধীন নানুপুর এলাকা হতে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৭।
এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর র্যাব র একটি চৌকস দল ফটিকছড়ি থানাধীন নানুপুর এলাকা অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মীর কাশেম (৪০), পিতা- মৃত ফজিল আহাম্মদ, সাং- পশ্চিম নানুপুর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
Post Views: 480