লিটন কুতুবী, কুতুবদিয়া: বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মফস্বলের প্রতিটি সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে শিক্ষার্থীদের মনে বই বিতরণের উৎসব। উপজেলা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে পারায় সংশ্লিষ্ট সকালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
জানা যায়, শনিবার সকাল ১০টায় প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্হিতিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী জানান, অত্র উপজেলায় ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি মাধ্যমিক মাদ্রাসা প্রতিষ্ঠান মিলে মোট শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার। ইতিমধ্যে ৬০ শতাংশ এর কাছাকাছি বই আমাদের হাতে এসেছে। তা বিতরণ করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমেদ জানান, কুতুবদিয়া উপজেলায় ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ১৮ হাজার। তন্মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বিষয়ে বই বিতরণ করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ শেণীর দুইটি করে বই বিতরণ করা হয়েছে । আশা করি কয়েকদিনের মধ্যেই সকল বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।