নিজস্ব প্রতিবেদকঃ উপকুল বেষ্টিত আনোয়ারার বারশতে ভোটের লড়াই এখন তুঙ্গে উটেছে। বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী এমএ কাইয়ুম শাহ নবাগত আমিনুল হক চৌধুরীর মধ্যে মুল ভোটের প্রতিদ্বন্ধিতা হচ্ছে। অপর প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুর দলীয় পদে খড়গ নেমে আশার আশংকায় মাঠ থেকে সরে পড়েন। ফলে বর্তমানে চেয়ারম্যান পদে এই দুই প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছে। দলীয় ও সাধারণ ভোটারদের সমর্থন থেকে সর্ব শেষ মাঠ চষে বেড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এমএ কাইয়ম শাহ গত বার ও নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে জিতে যান। দীর্ঘ ৫ বছর নিজের এবং সরকারী অনুদান নিয়ে ইউনিয়নের চেহারা পাল্টে দিয়েছেন। আনোয়ারা উপজেলার সম্ভাবনাময় সমুদ্র বেষ্টিত সমুদ্র সৈকত পারকী বিচ লাগোয়া বারশতের নজর কার না আছে। এই ইউনিয়নে অনেক রাগব বোয়াল রাজনৈতিক নেতারা নেতৃত্ব দিয়েছেন উন্নয়ন ও করেছেন।এমএ কাইয়ুম শাহ তৃণমুল থেকে উঠে এসেছেন আনোয়ারা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা যুবলীগ এবং সর্বশেষ আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য হিসাবে দলীয় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। সৎ যোগ্য এবং ত্যাগী কর্মী হিসাবে দলের নৌকা প্রতীক তিনি এইবারও পেয়ে নির্বাচন করছেন।
স্থায়ীরা জানায়,বিগত ৫ বছরে নিজের এবং সরকারী অনুদান নিয়ে পুরো বারশত ইউনিয়নের চেহারা পাল্টে দিয়েছেন। সাধারণ মানুষের সুখে দুঃখে থেকেছেন। তার নেতৃত্ব গুনে তিনি দলীয় সমর্থন এবারও পেয়ে যান। তিনি দেশের অন্যতম সম্ভাবনাময় সমুদ্র সৈকত পারকী বিচের চেহারা অনেকটা পাল্টে দিয়েছেন। সরকারী কোটি টাকার বাজেটে সৈকতের উন্নয়ন হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে পারকীতে হোটেল মোটেল সহ সব কিছু হয়ে যাচ্ছে সড়কের উন্নয়ন হচ্ছে। শুনা যাচ্ছে সিইউএফএল থেকে মেরিন ড্রাইভ সড়ক হচ্ছে এই পারকী দিয়ে। সিইউএফএল, কর্ণফুলী ফার্টিলাইজার কাফকে,বিদ্যুৎ প্ল্যান্ট সর্ব শেষ বাংলাদেশ নতুন নৌবাহিনীর ঘাটি হচ্ছে পারকীতেই। অধুনিকতার ছোঁয়ায় আগামীতে সমুদ্র বেষ্টিত পরো বারশত বা পারকীর চেহারা পাল্টে যাওয়ার মতো দৃশ্য দেখা দিয়েছে।
ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সুদৃষ্টিতে আনোয়ারার পাশাপাশি উপকূল বেষ্টিত বারশত ও রায়পুরের চেহারা পাল্টে যাওয়ার মতো সম্ভাবনা দেখা দিয়েছে। এই ইউনিয়নের মোট ভোটার রয়েছে ২২১৬৩ জন । পুরুষ ১১৬০৮ ও ১০৫৫৫ জন মহিলা ভোটার রয়েছে। আগামী ৫ জানুয়ারীতে ১০টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমএ কাইয়ুম শাহ এবারও অনায়সে জনগনের বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে যাচ্ছেন বলে মন্তব্য এলাকার সচেতন জনগনের।