চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামে অটোডাবল সিস্টেম জরিমানা বন্ধসহ ইউনিয়নের ৭দফা দাবী অবিলম্বে বাস্তবায়ন করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচীর দিয়ে দাবী আদায় করা হবে। আজ শনিবার (০১ জানুয়ারী) সকাল ১০টায় লাভলেইনস্থ মেট্টোপোল কমিউনিটি সেন্টারে ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি নাছির উদ্দিন, মোহাম্মদ বিপ্লব, জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, হাসান মোল্লা, মোহাম্মদ ইমরান, কামাল ভান্ডারী, রুবেল, আল আমীন, জসিম উদ্দিন, মুনির মোল্লা, মোহাম্মদ মুনির প্রমুখ।
তিনি বলেন, মহানগরীতে চালকের তুলনায় গাড়ী কম ফলে অধিকাংশ সিএনজি চালক বেকার হয়ে আছে। অন্যদিকে সরকার ৪হাজার গাড়ী রেজিষ্ট্রশন দেয়ার কথা থাকলেও তা এখনো দিচ্ছে না। তিনি দারোয়ানের নামে মালিকদের চাঁদাবাজি বন্ধ না করলে তাদের প্রতিরোধ করা হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন।
বর্ধিত সভায় উপস্থিত কেন্দ্রীয় কমিটি ও শাখা প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী ১০ জানুয়ারী ২০২২ইং তারিখ ৭দফা দাবী বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দাবী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য অটোডাবল জরিমানা সিস্টেম বাতিল করে সহনীয় পর্যায়ে জরিমানা করা, ২০১৩সালের সিদ্ধান্ত মোতাবেক নগরীতে ৪ হাজার নতুন গাড়ী রেজিষ্ট্রেশন প্রদান, গ্যারেজ গুলোতে দারোয়ানের নামে চাঁদাবাজি বন্ধ করা, চট্টগ্রাম জেলাতে অপরিকল্পিত রেজিষ্ট্রেশন বন্ধ করা, চালকদের সহজ শর্তে ফিল্ড টেষ্টের মাধ্যমে লাইসেন্স প্রদান করা, চালকদের নিয়োগ পত্র/পত্যয়নপত্র বাধ্যতা মূলক করা, জেলা-উপজেলা গুলোতে পার্কিং চার্জের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা।-প্রেস বিজ্ঞপ্তি