শাহ আমানত হজ্ব কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অলিয়ে কামেল সুলতানুল ওয়ায়েজিন শাহসুফি আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) ৫ম বার্ষিক ওরশ শরিফ আগামী ১৫ জানুয়ারি শনিবার বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়াস্থ শাহ আমানত (রহ.) মসজিদ ও মাজার শরিফ কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৩১ ডিসেম্বর মাজার কমপ্লেক্সে শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান আমিরুল হুজ্জাজ আলহাজ্ব মাওলানা মুহম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন, আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ সাইফুদ্দিন, আলহাজ্ব মুহাম্মদ নঈম উদ্দিন জহুর, আলহাজ্ব মুহাম্মদ সালাহ উদ্দিন, আলহাজ্ব তৌহিদুল কাদের ভান্ডারী, আলহাজ্ব এটিএম শাহজালাল, মনসুর আলম, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ আইয়ুব, আলহাজ্ব মুহাম্মদ মাঈন উদ্দিন, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মুহাম্মদ জাহাঙ্গির আলম, মাহমুদুল হক আনসারি, এস. এম. মনসুরুল আলম, মাওলানা শহিদুল ইসলাম, ফারুক বাহাদুর, মুহাম্মদ আবদুল আজিম, মুহাম্মদ রুস্তম পাশা, মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মদ ইয়াছিন বলেন, দ্বীন প্রচার, সমাজ কল্যাণ, হাজীদের সেবা ও মানবসেবায় আজীবন নিবেদিত ছিলেন আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.)। বার্ষিক ওরশে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।-প্রেস বিজ্ঞপ্তি