ক্রীড়া প্রতিবেদক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে দুই দিনব্যাপী মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠিত হয়।

চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম উপস্থিত ছিলেন। এছাড়া চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), বেনাজির চৌধুরী নিশান ও মোঃ ইফতেখার ফয়সাল, সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, কামাল মোস্তফা চৌধুরী ও আলমগীর পারভেজ, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী দলগুলোর নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জাতীয় খেলা কাবাডিকে প্রমোট করার জন্য চিটাগাং চেম্বারকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। তিনি ভবিষ্যৎ প্রজন্ম যাতে মোবাইলে আটকে না থাকে এ কারণে দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরায় এ প্রজন্মের নিকট পরিচিত করে তোলা প্রয়োজন বলে মনে করেন। কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর দেশের অর্থনীতিতে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন স্থির করেছেন এতদঞ্চলের ব্যবসায়ী সমাজ তা পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসায়ী সমাজের জন্য একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম ব্যবসাকে সেবা হিসেবে উল্লেখ করে ব্যবসায়ী সমাজ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, উন্নত রাষ্ট্রে রূপান্তরকরণ এবং ডেল্টা-২১০০ বাস্তবায়নে বর্তমান সরকার যে রূপকল্প প্রণয়ন করেছেন তা বাস্তবায়নে বেসরকারি খাত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি এতদঞ্চলের ব্যবসায়ী সমাজ দেশ ও অর্থনীতিকে বৈশ্বিক অর্থনীতির পরিমন্ডলে দৃঢ় অবস্থান তৈরীকরণ এবং বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন আরো বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন।

চেম্বার পরিচালক ও আয়োজক কমিটির আহবায়ক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্যে বলেন-মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ এ অংশগ্রহণ ৮টি দলসহ সরকারি সকল সংস্থাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। এ টুর্নামেন্টে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্্িরজ এসোসিয়েশন চ্যাম্পিয়ন ও টেরী বাজার ব্যবসায়ী সমিতি রানার আপ হয়েছেন। ফেয়ার প্লে দল হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও ফেয়ার প্লে দলকে প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল দলকে ট্রফি প্রদানসহ মতি টাওয়ার দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ইমরান তুহিন কাজী সেরা উদীয়মান খেলোয়াড়, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্্িরজ এসোসিয়েশন’র সানি ম্যান অব দি টুর্নামেন্ট এবং তুহিন ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারের কেন্দ্রীয় শিল্পীগোষ্ঠি, বেতার ও টিভির শিল্পী এবং চারুতা শিল্পকলার পরিবেশনায় নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও দেশাত্মকবোধক সংগীত পরিবেশিত হয়।

ক্রীড়া প্রতিবেদক: দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে দুই দিনব্যাপী মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠিত হয়।

চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম উপস্থিত ছিলেন। এছাড়া চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), বেনাজির চৌধুরী নিশান ও মোঃ ইফতেখার ফয়সাল, সাবেক পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, কামাল মোস্তফা চৌধুরী ও আলমগীর পারভেজ, সরকারী উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী দলগুলোর নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জাতীয় খেলা কাবাডিকে প্রমোট করার জন্য চিটাগাং চেম্বারকে ধন্যবাদ জানিয়ে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান। তিনি ভবিষ্যৎ প্রজন্ম যাতে মোবাইলে আটকে না থাকে এ কারণে দেশের ঐতিহ্যবাহী খেলাগুলো পুনরায় এ প্রজন্মের নিকট পরিচিত করে তোলা প্রয়োজন বলে মনে করেন। কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর দেশের অর্থনীতিতে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন স্থির করেছেন এতদঞ্চলের ব্যবসায়ী সমাজ তা পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ব্যবসায়ী সমাজের জন্য একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম ব্যবসাকে সেবা হিসেবে উল্লেখ করে ব্যবসায়ী সমাজ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন, উন্নত রাষ্ট্রে রূপান্তরকরণ এবং ডেল্টা-২১০০ বাস্তবায়নে বর্তমান সরকার যে রূপকল্প প্রণয়ন করেছেন তা বাস্তবায়নে বেসরকারি খাত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি এতদঞ্চলের ব্যবসায়ী সমাজ দেশ ও অর্থনীতিকে বৈশ্বিক অর্থনীতির পরিমন্ডলে দৃঢ় অবস্থান তৈরীকরণ এবং বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এই কাবাডি টুর্নামেন্টের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক মেলবন্ধন আরো বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন।

চেম্বার পরিচালক ও আয়োজক কমিটির আহবায়ক মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) ধন্যবাদ জ্ঞাপনসূচক বক্তব্যে বলেন-মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ এ অংশগ্রহণ ৮টি দলসহ সরকারি সকল সংস্থাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। এ টুর্নামেন্টে খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্্িরজ এসোসিয়েশন চ্যাম্পিয়ন ও টেরী বাজার ব্যবসায়ী সমিতি রানার আপ হয়েছেন। ফেয়ার প্লে দল হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও ফেয়ার প্লে দলকে প্রাইজ মানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল দলকে ট্রফি প্রদানসহ মতি টাওয়ার দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতি’র ইমরান তুহিন কাজী সেরা উদীয়মান খেলোয়াড়, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্্িরজ এসোসিয়েশন’র সানি ম্যান অব দি টুর্নামেন্ট এবং তুহিন ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতারের কেন্দ্রীয় শিল্পীগোষ্ঠি, বেতার ও টিভির শিল্পী এবং চারুতা শিল্পকলার পরিবেশনায় নৃত্য, গান, কবিতা আবৃত্তি ও দেশাত্মকবোধক সংগীত পরিবেশিত হয়।