নিজস্ব প্রতিবেদক: ১৯০৬ সালের ৩০ শে ডিসেম্বর প্রতিষ্ঠিত মুসলিম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুসলিম লীগ প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের মাজারে দোয়া মাহফিলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল বেলা পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব এ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, উপমহাদেশের অবহেলিত নিপিড়ীত সুবিধা বঞ্চিত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি মুসলিম লীগ জন-গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতির চর্চা করে আসছে। মুসলিম লীগ কখনোই গণতন্ত্র চর্চার রাজনীতির পিঠে ছুরিকাঘাত করে নাই। গণ মানুষের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি আনয়ন ও অব্যাহত রাখার নিশ্চয়তা বিধান পর্যন্ত মুসলিম লীগ বি এম এল এর সংগ্রাম অব্যাহত থাকবে।
আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেমোক্রেটিক লীগ মহাসচিব সাইফুদ্দিন মনি, মুসলিম লীগ (বিএমএল) সহ-সভাপতি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরওয়ার ই আলম খান, নবী চৌধুরী, সহ-সম্পাদক মোশাররাফ হোসেন তারা, দলীয় নেতা মোহাম্মদ হোসেন, জিয়াউর রহমান জিয়া ও মওলানা শরীফ আহামদ প্রমুখ।