নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসএসসিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৯১.১২ শতাংশ। মোট জিপিএ- ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য গণমাধ্যমকে জানান।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে।

নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এসএসসিতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাশের হার ৯১.১২ শতাংশ। মোট জিপিএ- ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য গণমাধ্যমকে জানান।

২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি।

এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন।

চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে।