দি ক্রাইম ডেস্ক: ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে বিদায়ী রাষ্ট্রদূত মিজানুর রহমান ও তাঁর সহধর্মিণী নিশাত রহমানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ২৮ ডিসেম্বর মাসকাট ইন্টার কন্টিনেন্টাল হোটেলের জেবরিন হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সোশ্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক সভাপতিত্ব করেন। ক্লাবের মহিলা উইংস এর সদস্য আর্কিটেক্ট ইন্জিনিয়ার ফারজানা রিমি এবং ডাক্তার ফেরদৌস আরা রিপার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মিজানুর রহমান ও সংবর্ধিত অতিথি নিশাত রহমান।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ক্লাবের ট্রেজারার মাওলানা আব্দুস সালাম আল কাদেরী।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শেখ খলিফা বিন আলী বিন ঈসা আল হারথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন মৌসুমী রহমান, কাউন্সিলর ও এইচওসি নাহিদ ইসলাম, শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির, প্রথম সচিব রৌশন আরা পলি ও Gulf exchange এর
C E O ইফতেখারুল হাসান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ইন্ডিয়া, কোরিয়া ও পাকিস্তানের রাষ্ট্রদূত, সুলতান কাবুস ইউনিভার্সিটির প্রফেসর সাদ আল মুকাদ্দাম, কর্ণেল (অবঃ) খামিছ আল আমরী ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ এবং বাংলাদেশ স্কুলের বোর্ড চেয়ারম্যান ও মেম্বার বৃন্দ, ও ক্লাবের শুভাকাঙ্খী নাজিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফতেখারুল হাসান চৌধুরী, গেস্ট অফ অনার পররাষ্ট্র সচিব শেখ খলিফা আল হারথী, ক্লাবের সভাপতি সিরাজুল হক, ও প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী রাষ্ট্রদূতের কর্মময় ও বর্নাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাথে সাথে ওনার ও পরিবারের সুখ শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম।
আলোচনা পর্বের আগে প্রধান অতিথি রাষ্ট্রদূত ও সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ক্লাবের কর্মকর্তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আনিশা ওয়াজেদ, আসলিন পাল ও সঙ্গীত পরিবেশন করেন চম্পা দাস, অনিক বড়ুয়া, বেলাল উদ্দিন ও এস ডি অঞ্চন।
তৃতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মিজানুর রহমান ও সংবর্ধিত অতিথি ম্যডাম নিশাত রহমান।
এই সময় ক্লাবের নির্বাহী সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে উপহার ও ক্রেস্ট প্রদান করেন ক্লাবের নির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রদূত এর উদ্দেশ্যে মানপত্র পাঠ করে প্রদান করেন ক্লাবের প্রচার সম্পাদক নুরুল আমিন। পরিশেষে আগত অতিথি বৃন্দ নৈশভোজে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই সুন্দর সুশৃংখল ও সফল আয়োজনের জন্য বাংলাদেশ সোশ্যাল ক্লাবের ভূয়সি প্রশংসা করেন।
সার্বিক সহযোগীতায় ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য ক্রীড়া সম্পাদক সিরাজুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মহসীন আলী সরকার,মোঃ শাজাহান, অজিত,মানিক ও তহিদ।
সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সহ সভাপতি আজিমুল হক বাবুল ও যুগ্ম সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
Post Views: 712