চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) বার্ষিক সাধারণ সভা গত ২৮ ডিসেম্বর মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে সন্ধ্যা ৭ টায় নূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক হেফাজতের রহমান ভূইঁয়া ২০১৩-২০২১ সালের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্যুরো চীপ হেলাল উদ্দীন চৌধুরী ও আলহাজ্ব মোঃ সাহাবউদ্দিন ।
হেলাল উদ্দিন চৌধুরী বলেন, একটি আর্দশ সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য শৃঙ্খলা ও সদস্যদের মধ্যে সহমর্মিতা ও মজবুত ঐক্যেও ভিত গড়ে তুলতে পারলে এই সংগঠনের ক্ষতিসাধনের অবকাশ নেই। পরে তিনি সংবাদপত্র হকারদেরকে (চসহই) এর পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরোও বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন, আলী আকবর, আবু তাহের, ইউসুফ আলী, নজরুল ইসলাম লিটন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক সাব্বির আহম্মদ ও শ্রম কল্যাণ সংগঠনের বোরহান উল্ল্যাহ প্রমূখ।
সভায় ২য় অধিবেশনে নির্বাচন তারিখ ও ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনার ঘোষণা করা হয়। তারা হলে মোঃ জয়নাল আবেদীন, প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী কমিশনার জনাব আলহাজ্ব মোঃ ইয়াছিন ও মোঃ আলী ইকবাল। আগামী ১২ ফেব্রুয়ারী চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। –প্রেস বিজ্ঞপ্তি