নিজস্ব প্রতিবেদক: একদিনে রিমান্ডে জেএমবি কমান্ডার সেলিম। চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা এলাকার একটি ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় আদালত গ্রেফতারকৃত নব্য জেএমবি কমান্ডার মো. সেলিমকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন।
বুধবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ রিমান্ড আদেশ দেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমেদ পেয়ার।
তিনি বলেন, ‘ট্রাফিক পুলিশ বক্সে হামলার অন্যতম হোতা সেলিম। এরই মধ্যে গ্রেফতার আট আসামির জবানবন্দিতে তার নাম উঠে এসেছে। তাকে পাঁচদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিগগিরই তাকে এনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’
উল্লেখ্য যে, এর আগে বুধবার ভোরে নগরের আকবরশাহ থানার বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে পাঁচলাইশ থানার ২ নম্বর গেটে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ পাঁচজন আহত হন। ঘটনার পর থেকে এ পর্যন্ত মোট ১৩ আসামিকে গ্রেফতার করা হয়। চাঞ্চল্যকর মামলাটির তদন্ত করছেন নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।