নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার বাহিনীর অবদান রয়েছে । বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হিলভিউ কনভেনশন সেন্টারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ শাহ্বুদ্দিন, বিএএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির প্রয়োজনে প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আমূল উন্নয়ন করেছেন। সরকারী সুযোগ সুবিধাসহ আগামীতেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন- দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার বাহিনীর অবদান রয়েছে। ভবিষ্যতেও দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান জানান তিনি।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালনসহ বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা আনসার ভিডিপি কমান্ডার সাহাদাত হোসেন, ৩২আনসার ব্যাটালিয়ানের পরিচালক এএইচএম আজিম উদ্দিন, ১৯ব্যটালিয়ানের পরিচালক আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে অবদানের স্বীকৃতি স্বরূপ দলনেতাদের সাইকেল এবং দলনেত্রীদের মাঝে সেলাই মেশিনসহ পুরস্কার বিতরণ করা হয়।