নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুন্ডে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষ হয়েছে। এতে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে রেলের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন গিয়ে ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ ঘণ্টাখানেকের জন্য বন্ধ ছিল।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের বটতলী স্টেশন থেকে রাত ১১টার দিকে তূর্ণা নিশীথা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি সীতাকুণ্ডের কুমিরা এলাকার পকেট গেট পার হওয়ার সময় একটি লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে লরিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ইঞ্জিনের রেলিং ভেঙে যায়। পরে চট্টগ্রাম থেকে আরেকটি ইঞ্জিন এনে ঘণ্টাখানেক পর ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার দায়িত্বরত অফিসার গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে লরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।